মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই নববর্ষের সাজে সেজে উঠবে বাঙালি। তারই কেনাকাটা চলছে চৈত্র সেলে। মেকআপ থেকে পোশাক কোনওকিছুই বাদ পড়ছে না পয়লা বৈশাখের সাজসজ্জার তালিকায়। নববর্ষ বাঙালির আবেগ, নস্ট্যালজিয়া। তাই এই দিন স্পেশাল কিছু তো থাকতেই হবে। দোকানে নতুন খাতা হবে, বাড়িতে আসবে প্যাকেট প্যাকেট মিষ্টি। আর তার সঙ্গে থাকতেই হবে ভরপুর বাঙালিয়ানা। এদিন খাওয়া-দাওয়া, বেড়ানো, সাজসজ্জা সবেতেই বাঙালিয়ানার ছোঁয়া থাকা আবশ্যক। আর সেইজন্যই চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব নিয়ে এসেছে নববর্ষ স্পেশাল ধুতি-পাঞ্জাবি, যাতে রয়েছে একশোভাগ বাঙালিয়ানা। কী কী রয়েছে এই নববর্ষের কালেকশনে? চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব-এর কর্ণধার চন্দ্রিমা বসুর কথায়, এখানে রয়েছে নানা ধরনের রঙিন পাঞ্জাবি। আর তার ওপর থাকছে হ্যান্ড পেন্টিং, কাঁথাস্টিচ, অ্যাপ্লিকের কাজ করা ডিজাইন। এছাড়া, হ্যান্ড পেন্টিং-এর পটচিত্রের কাজ করা পাঞ্জাবিও রয়েছে এখানে, যা আলাদা করে নজর কাড়বে। এই পটচিত্র হল বীরভূমের একটি শিল্প, যেখানে মানুষের জীবনধারার ছবি তুলে ধরা হয় শিল্পকর্মের মাধ্যমে। গরমের কথা মাথায় রেখে এই পাঞ্জাবিগুলো বেশিরভাগই কটন মেটিরিয়ালে তৈরি করা হয়েছে। ৭০০ টাকা থেকে শুরু এই ধরণের পাঞ্জাবির দাম। তবে পাঞ্জাবির দাম নির্ভর করবে ডিজাইন ও মেটিরিয়ালের ওপর। পাঞ্জাবির পাশাপাশি ধুতিও পেয়ে যাবেন। ব্লক প্রিন্টের নানাধরনের পছন্দসই রেডিমেড ধুতি আছে। এগুলো পয়লা বৈশাখে আকর্ষণীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সাদা আদ্যি কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা ধুতি যেমন রয়েছে, তেমন একটু সিন্থেটিক মেশানো ধুতিও পাবেন। এছাড়া, নানা রঙের কোঁচানো আবার কুঁচি ছাড়াও রেডিমেড ধুতিও পাবেন। এই ধরনের ধুতির দাম শুরু ১০৫০ টাকা থেকে।
নববর্ষের ধুতি-পাঞ্জাবির কালেকশন তো আছেই, এছাড়াও নানা ধরনের ট্রেন্ডি শাড়ির কালেকশন রয়েছে। পেয়ে যাবেন ঢাকাই জামদানির ওপর হ্যান্ড পেন্টিং করা, কড়ি বসানো, থ্রিডি কাজ করা নানাধরনের শাড়ি। এরকম বুটিক স্টাইল স্পেশাল ঢাকাই জামাদানির দাম শুরু ২৮০০ টাকা থেকে। ২৯০০, ৩০০০, ৩৫০০ টাকার ঢাকাই জামদানিও পাবেন এখানে। সাধারণ ঢাকাই জামদানি পেয়ে যাবেন ৯৭৫ টাকা থেকে অনেক রকম ডিজাইনে। গরমে পরার জন্য রয়েছে নানারকম ব্লক প্রিন্টিংয়ের ওপর পিওর জয়পুরি মলমল শাড়ি। এগুলি খুব নরম এবং গরমে আরামদায়ক। দাম শুরু ৭৯৯ টাকা থেকে। চান্দেরি কটনের ওপর মোম বাটিকের কাজ করা শাড়িও ভালো স্টক পাবেন। দাম ১৩০০-১৪০০ টাকার মধ্যে। শাড়ির সঙ্গে মানানসই জুয়েলারি যেমন গোল্ড প্লেটেড, অক্সিডাইজড, গ্লাস স্টোন, আফগানি, নাগা জুয়েলারি প্রভৃতি পেয়ে যাবেন। তাই এই নববর্ষে নিজেকে বাঙালিয়ানায় সাজাতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের মাধ্যমে চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাবে ঢুঁ মারতেই হবে। তবে শুধু অনলাইন নয়, আপনি চাইলে চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাবে-র অন্দরমহলও ঘুরে আসতে পারেন।

ছবি : চন্দ্রিমা’জ আরআর ফ্যাশন হাব

ঠিকানা : ১৪১/২বি, লেনিন সরণী, বিনায়ক অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা ৭০০০১৩, ফোন : ৯১২৩৭৩৫০৪৩

Skip to content