বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শুধু নারীদের নয়, পুরুষের রূপচর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে ক্যাসটর অয়েল। অনেক সময় শিশুদের ত্বকের পুষ্টি, চুলের যত্নের জন্য এই তেল মাখানো হয়। দেখে নেওয়া যাক, কী কী ভাবে ক্যাসটর অয়েল পুরুষের রূপচর্চায় কাজে লাগতে পারে।
 

চুলের যত্নে

আপনার কি চুল পাতলা হয়ে যাচ্ছে? খুসকি বাড়ছে? এ সব সমস্যার সমাধান করতে পারে ক্যাসটর অয়েল। সপ্তাহে ২-৩ বার মাথায় এই তেল মাখলেই অনেকটা উপকার হবে। স্নানের ঘণ্টা দুয়েক আগে ভালো করে মেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুলের পুষ্টিও হবে। দ্রুত খুসকির সমস্যাও কমবে।

আরও পড়ুন:

মুখে থেকে দুর্গন্ধ বেরোয়? কোন কোন ফল নিয়মিত খেলে সমস্যা মিটবে?

পর্যাপ্ত পরিমাণ কম জল না খেলেও লোম উঠে যেতে পারে, কুকুরকে রোজ কতটা জল দেবেন ওকে?

 

চোখের পাতা ঘন

অনেকেরই চোখের পাতার লোমের ঘনত্ব কম হয়। তাঁরাও এই তেল ব্যবহার করে ঘনত্ব বাড়িয়ে ফেলতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলোয় করে অল্প ক্যাসটর অয়েল চোখের পাতার গোড়ায় মাখিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে ধুয়ে নিন।

আরও পড়ুন:

জিলিপি খেতে ভালোবাসেন? তাহলে আর দেরি কেন? ঝটপট বানিয়ে ফেলুন গরম গরম আনারসের জিলিপি

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪১: অবশেষে কালেয়দমন চিন্তায় অগস্ত্যমুনির শরণাপন্ন হলেন দেবতারা

 

ত্বকের নমনীয়তা

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, তার নমনীয়তা বাড়াতে এর বিকল্প নেই। দিনে দু’বার এই তেল ব্যবহার করলে ত্বক অত্যন্ত ভালো থাকবে।


Skip to content