ছবি: প্রতীকী।
আমরা বাঙালিরা দুর্গা পূজোর সময় যতই রোদ বৃষ্টি ঝড় হোক না কেন সারাদিন ধরে ঠাকুর দেখাতে কোন কমতি নেই। কারণ মা এই কটা দিনের জন্যই আমাদের কাছে আসেন আর আমরা সারা বছর ধরে এই কটা দিনের আনন্দ করবার অপেক্ষায় অপেক্ষমান থাকি।
কিন্তু সমস্যার বিষয় হল সকালবেলা সেজেগুজে বেরিয়ে গরমে ঘেমে নেয়ে সেই সাজই যদি গলে যায়, তবে ঘোড়ার মজাটাই নষ্ট হয়ে যায়। তাছাড়া শরৎকালেও এখন বেলা বাড়াতে এত রোদ উঠছে যে ত্বক যেন জলতে শুরু করছে। কিন্তু এই সমস্যাকে এড়িয়ে তো আমরা চলতে পারবো না। এই সমস্যার সমাধানে ব্যাগে রাখতে পারেন ছোট্ট একটি জিনিস। ফেস মিস্ট। ঘরেই সেটি বানিয়ে স্প্রে বোতলে ভরে নিন। ঠাকুর দেখতে দেখতে গরমে নাজেহাল হয়ে মুখে-গলায় স্প্রে করে নিলে আপনার ত্বক ভাল থাকবে, সঙ্গে বাড়তি পাওনা আরামও।
আরও পড়ুন:
শারদীয়ার গল্প: তখন বিকেল/২
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৯: সুন্দরবনের পাখি—পানকৌড়ি
অ্যালো ভেরা এবং শসার মিস্ট
কী কী উপকরণ লাগবে?
আরও পড়ুন:
বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি: বাংলা বুকের ভিতরে
পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার
কীভাবে বানাবেন
আরও পড়ুন: