শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

নরম গোলাপি ঠোঁট কার না ভালো লাগে? কিন্তু সকলের এরকমটা হয় না। কারও কারও কালচে দাগ থাকে ঠোঁটের কোণে। অনেকের আবার ঠোঁটের ঠিক নীচের অংশে কালো ছোপ দেখা যায়। এক্ষেত্রে হাল্কা রঙের লিপস্টিক ব্যবহার করেও তেমন লাভ হয় না। আসলে মেকআপ দিয়ে তো আর সব ঢাকা যাবে না।
তা হলে উপায়? ঠোঁটের দাগ কি কোনও ভাবেই এড়ানো যাবে না? চিন্তা নেই, সমাধান আছে। এমন উপায় রয়েছে যাতে মেকআপ দিয়ে আর ঠোঁটের দাগ আড়াল করতে হবে না। মেকআপ ছাড়াও বেরোতে পারবেন।
 

দাগ-ছোপহীন নরম গোলাপি ঠোঁট পেতে কী কী করণীয়?

সবারই বাড়িতে পাতিলেবু আসে। দু’টি টুকরো নিজের জন্য রেখে দিন। সকাল ও সন্ধ্যায় দু’বার দু’ টুকরো লেবু ভালো করে ঠোঁটে ঘষুন।
লেবুর সঙ্গে মধুও মেশাতে পারেন। এক চা চামচ মধুতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালো করে ঠোঁটে লাগান। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন:

আপনার শিশুর নতুন দাঁত উঠছে? এ সময়ে কী ভাবে ওর যত্ন নেবেন

হেলদি ডায়েট: করলা স্বাদে তেতো হলেও পুষ্টিগুণ কিন্তু মিষ্টি! একঝলকে জেনে নিন রোজ কেন পাতে রাখবেন এই সব্জি

ত্বকের যত্নে হলুদ খুবই কার্যকরী। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়েও সেটি ভাল করে ঠোঁটে লাগিয়ে রেখে কিছুক্ষণ পরে ধুয়ে নিন।
রাতে ঘুমনোর আগে অ্যালো ভেরা জেল ঠোঁটে ভালো করে লাগিয়ে নিতে পারেন। না ধুয়ে সারা রাত ওই ভাবে রেখে দিন।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৮: মাছের ডিম বার্ধক্যের ছাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়! মাছের ডিমের এই অবাক করা গুণের কথা জানতেন?

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-২: পর্তুগালের ‘কালো চিতা’

গোলাপ জল ত্বকের যে কোনও ধরনের দাগ-ছোপ তুলতে পারদর্শী। তুলোয় খানিকটা গোলাপ জল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে আধ ঘণ্টা পরে তুলে ফেলুন।
এক্ষেত্রে নারকেল তেলকেও ব্যবহার করতে পারেন। নিয়ম করে নারকেল তেল ব্যবহার করলে কিছু দিন পরে ঠোঁটে কালচে দাগ দূর হয়ে যাবে।
সাতটি উপায়ের মধ্যে যে কোনও একটি ব্যবহার করা যেতে পারে। কিছু দিনে নিয়ম করে এগুলি মেনে চললে ঠোঁটের কোণের সব ধরনের দাগ-ছোপ উধাও হবে।

Skip to content