![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Banana-Care.jpg)
ছবি: প্রতীকী।
অনেকেরই চোখের তলার কালি পড়ে। তাঁরা এর সমাধানের জন্য নানা উপায় অবলম্বন করে থাকেন। তবে নানা কারণে এই কালো দাগ হতে পারে। বয়সের কারণে বা বংশগত কারণে আবার জীবনযাপন অথবা ত্বকের ধরন অনুযায়ীও এমনটা হতে পারে। অনেকেই চোখের নীচের কালি তুলতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। তাতে তেমন লাভের লাভ হয় না। এতে বরং ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
চিকিৎসকদের মতে, ত্বকের সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে করারই সবচেয়ে ভালো। এতে যদি সমস্যার সমাধান নাও হয়, তাহলেও অন্তত ত্বকের অন্যান্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তুলনায় কম থাকে। তবে চোখের নীচে কালির সমস্যায় কলার খোসার উপর ভরসা রাখতে পারেন।
● কলার খোসায় থাকে রেটিনল, যা ত্বকের প্রধান প্রোটিন কোলাজেনকে উদ্দীপিত করতে সাহায্য করে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/eye.jpg)
চোখের কী কী সমস্যা হলে বুঝবেন আরও গুরুতর কোনও রোগের সম্ভাবনা রয়েছে
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/samayupdates_momo-recipe2.jpg)