শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

পোশাক নিয়ে রাস্তাঘাটে অনেক সময়ই সমস্যার মুখে পড়তে হয় মেয়েদের। কখন কখন এই সমস্যা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন মেয়েরা শার্ট পরলে অনেক সময়ই বুকের কাছে অল্প ফাঁক হয়ে থাকে। ফলে অস্বস্তির মুখে পড়েন অনেকেই। কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললেই এই সমস্যা দূর করা যায়। কীভাবে?

ব্যাগে রাখুন সেফটি পিন। বিপদের সময় এই সেফটি পিন দারুণ কাজে দেয়। যখনই দেখবেন জামার কোনও অংশ ফাঁকা হয়ে রয়েছে, সেখানে লাগিয়ে নিন সেফটিপিন। শার্টের ভিতর এমন ভাবে লাগান, যাতে জামার উপর দিয়ে সেফটি পিন দেখতে পাওয়া না যায়।
আরও পড়ুন:

জিম-ট্রিম: হৃদযন্ত্র ভালো রাখতে কী ধরনের জিম করবেন? জেনে নিন ফিটনেস এক্সপার্টের পরামর্শ

চালু হল তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস, অভিজ্ঞতা হবে ‘বিমানের মতো’, রয়েছে চমক, জেনে নিন সময় ও ভাড়ার খুঁটিনাটি

সঠিক অন্তর্বাস বেছে নিন। কারণ, পোশাকের শ্রীবৃদ্ধি ঘটবে সঠিক অন্তর্বাস পরলেই। তাই শার্ট পরলে অবশ্যই ব্যবহার করুন টি-শার্ট ব্রা। এ ক্ষেত্রে পুশআপ ব্রা ব্যবহার করবেন না। এতে সমস্যা আরও বাড়বে।

আজকাল ডবল বোতামযুক্ত শার্ট পাওয়া যায়। সমস্যা এড়াতে এরকম শার্ট বেছে নিতেই পারেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে নিজেই জামায় দুটো করে বোতাম লাগিয়ে নিন। এতে সমস্যা এড়ানো সম্ভব হবে।

ব্যাগে স্কার্ফ রাখুন। রাস্তাঘাটে যদি এমন সমস্যায় পড়েন গলায় স্কার্ফটাকে বেঁধে নিন। যাতে জামার ফাঁকটা বোঝা না যায়।

Skip to content