দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকার দূষণের মাত্রা সবসময়ই বেড়ে থাকে। কলকাতার অবস্থা এখনই অতটা ভয়াবহ না হলেও, পাল্লা দিয়ে বেড়ে চলা গাড়ি ধুলো ধোঁয়ায় শহরবাসীর সমস্যা লেগেই রয়েছে। এই বায়ুদূষণের ফল কিন্তু সুদূরপ্রসারী হতে পারে। তাই বায়ুদূষণের প্রভাব কমাতে রোজ খেতে হবে কয়েকটি জিনিস।
টম্যাটো
● রোজ ভাত বা রুটির সঙ্গে স্যালাড হিসেবে খেতে পারেন টম্যাটো। ভিটামিন সি-র পুষ্টিগুণে ভরপুর টম্যাটোতে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিড্যান্ট। শরীরের যে কোনও প্রদাহজনিত সমস্যা নিমেষে কমিয়ে দিতে পারে টম্যাটো। আর দূষণের কারণে অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। সেই সমস্যাও কমবে যদি আপনি নিয়মিত টম্যাটো খান।