শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সামান্থা প্রভু

ভিড়ে ঠাসা শপিং মলে হঠাৎ করে শপাটে চড় নায়িকার। ঘটনাটি ১০ বছর আগে তিরুপতিতে ঘটেছিল। জানতেন? সামান্থা প্রভু এই মুহূর্তে বিনোদন জগতে চর্চিত নাম। এই মুহূর্তে নায়িকার ঝুলিতে একাধিক ছবি। দক্ষিণের পাশাপাশি বলিউডেও এখন তিনি ব্যস্ত নায়িকা। আগামী ডিসেম্বরেই মুক্তি পাবে তাঁর অভিনীত নতুন ছবি ‘খুশি’।
একটি সংস্থা সূত্রে জানা গিয়েছে, দেশ বছর আগে ‘ইয়ে মায়া চেসাভা’ এবং ‘বৃন্দাভনম’ নামে সামান্থার দুটি ছবি রিলিজ করেছিল। দুই ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। সে সময় তিনি ব্যস্ত ছবি সংক্রান্ত একাধিক অনুষ্ঠানে। সে রকমই একটি অনুষ্ঠানে তিরুপতিতে গিয়েছিলেন সামান্থা। আর সেখানেই ঘটনাটি ঘটে। সেদিনের সেই অনুষ্ঠানে ভিড়ের মধ্যে এক ভক্ত সামান্থাকে টেনে ধরেছিলেন। নায়িকার দেহরক্ষীরাও পরিস্থিতি সামলাতে পারেননি। তখনই রেগে গিয়ে সামান্থা ওই ভক্তের গালে সপাটে চড় মারেন।

Skip to content