বুধবার ১৩ নভেম্বর, ২০২৪


দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। চিরাচরিত এই ফর্মুলাতেই গড়ে উঠেছে নায়িকা জগদ্ধাত্রীর চরিত্র। সবার সামনে শান্তশিষ্ট, ঘরোয়া কাজে নিপুণা জগদ্ধাত্রী। অন্যদিকে, হাতে বন্দুক নিয়ে অপরাধীদের পিটিয়ে সুপারহিরো জগদ্ধাত্রী। মারকাটারি অ্যাকশনে ভরপুর এই ধারাবাহিকের প্রোমো। যার সংলাপে রয়েছে, ‘জগদ্ধাত্রী পা রাখে যেখানে, পাপ মুছে যায় সেখানে’। একদম ঘরোয়া, শান্তশিষ্ট, সাদামাটা মেয়ে জগদ্ধাত্রী। মা-বাবা নেই তাঁর। বড় হয়েছে জ্যাঠা, কাকাদের কাছেই। কথায় কথায় ভয় পায়। এবার প্রথমবার পুজোর জোগাড়ের দায়িত্বে সে, সবকিছু সামলাতে রীতিমতো হিমসিম দশা তাঁর। অন্যদিকে ক্যামেরা হাতে নায়ক ব্যস্ত মনের মানুষের ছবি তুলতে। কিন্তু এরপরই কাহিনিতে টুইস্ট!
পুজোর জন্য গঙ্গাজল আনবার কথা উঠতেই, তার ফোনে আসে একটি অ্যালার্ট, লেখা ‘গঙ্গাজল’। এরপরই শাড়ি আর স্নিকার্সে দৌড় লাগায় সে। প্রকাশ্যে এল জগদ্ধাত্রীর আরেক রূপ। একা হাতেই দুষ্টের দমন। ছোট্ট শিশুকে বাঁচায় কিডন্যাপারের হাত থেকে। কারণ, জগদ্ধাত্রী ক্রাইম ব্রাঞ্চের অফিসার। গঙ্গার উপরে দমদার অ্যাকশনে দুষ্কৃতীদের শায়েস্তা করে আবার শান্ত মেয়েটি সেজে বাড়ির পুজোয় সামিল হয়। নায়কও একই পেশার সঙ্গে যুক্ত হওয়ায় শুধুমাত্র সে-ই জানে জগদ্ধাত্রীর আসল পরিচয়। গল্পে নায়কের তরফে ভালোবাসা থাকলেও জগদ্ধাত্রীর চোখে সে শুধুই বন্ধু। এই বন্ধুত্বে কি প্রেমের রঙ লাগবে? পরিবারের মানুষজন কি জানতে পারবে জগদ্ধাত্রীর আসল রূপ? জানা গিয়েছে, আগস্ট মাসের শেষ থেকেই শুরু হবে এই ধারাবাহিক। উল্লেখ্য, জগদ্ধাত্রীর চরিত্রে দেখা যাবে নবাগতা অঙ্কিতা মল্লিক। নায়কের ভূমিকায় থাকবেন টেলি অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়।

Skip to content