বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়।

আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবছর দর্শকদের কিছু না কিছু উপহার দেয় প্রযোজনা সংস্থা উইন্ডোজ। আজ তাদের উপহার ‘ফাটাফাটি’। প্লাস সাইজের মডেলের গল্প বলবে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রোমো। ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এই ছবির হাত ধরেই উইন্ডোজের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন দুই অভিনেতা। এর আগে উইন্ডোজ প্রযোজিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। এদিকে, একই প্রযোজনা সংস্থার ছবি ‘মনোজদের অদ্ভূত বাড়ি’-তে অভিনয় করতে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়কে। আবার উইন্ডোজ-এর আসন্ন ছবি ‘ফাটাফাটি’-তেও দেখা যাবে এই অভিনেতা ও অভিনেত্রীকে। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়। ২০২০ সালে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল ঋতাভরীকে। মহিলা পুরোহিতের গল্প নিয়ে এসেছিল ওই ছবি। সেইসময় বক্স অফিসে ভালো ব্যবসাও করেছিল ছবিটি। এরপর আবারও একই অভিনেত্রী এবং একই প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বাঁধছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।
প্লাস সাইজের এক মডেলের গল্প এবং বডি-শেমিংয়ের মতো জরুরি সমস্যার কথা তুলে ধরবে শিবপ্রসদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত ‘ফাটাফাটি’ ছবিটি। ছবির সংলাপ সাজিয়েছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন জিনিয়া সেন।
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী-র কথায়, ‘আমি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-ছবিতে অভিনয় করতে পেরে গর্ববোধ করি। শুধুমাত্র বক্স অফিসে সাফল্যের জন্য নয়, ছবিটি সমাজে যে পরিবর্তন এনেছে তার জন্য। আশা করি, এই ছবিটিও সমাজের প্রতিটা ঘরে একটা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। আমি যে দলের সঙ্গে কাজ করছি, তাঁদের সঙ্গে আবার ফিরে আসতে পেরে আমি সত্যিই খুব খুশি। এটা বাড়ির মতো লাগছে।’
আবির চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সবসময়ই উইন্ডোজের সঙ্গে কাজ করতে চেয়েছি। এর একটি অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। সিনেমা হল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তা সিনেমার মাধ্যমেই আমরা অভিনেতা হিসাবে কিছু জিনিস জানতে চাই আবার বিনোদনও দিতে চাই। আর ‘ফাটাফাটি’-তে দুটোই রয়েছে।’
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বাবা, বেবি ও…’। ইতিমধ্যেই ছবিটি ভালো ব্যবসা করেছে। এবার পরিচালক নিয়ে আসছেন তাঁর পরিচালিত তৃতীয় ছবি ‘ফাটাফাটি’। পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলেন, “আমি ঋতাভরীর সঙ্গে আগেও কাজ করেছি। উনি একজন শক্তিশালী অভিনেত্রী এবং আমি আবারও তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আবিরের সম্পর্কে বলতে গেলে বলতে হয়, তিনি একজন অসাধারণ অভিনেতা। সবরকম চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন। এই ছবিতে তিনি সম্পূর্ণ ভিন্ন অবতারে থাকবেন। আমি ও আমার টিম এই নতুন যাত্রা শুরু করার জন্য উৎসাহী।’ উইন্ডোজের আসন্ন ছবি ‘ফাটাফাটি’-র শুটিং শুরু হবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। সব ঠিক থাকলে আগামী বছর শুরুর দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Skip to content