শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ঋত্বিক চক্রবর্তী ও জীতু কমল

জীতু কমলের পরে এবার কি তবে ‘সত্যজিৎ রায়’ রূপে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে! সাদা-কালো ছবিতে তিনি সাদা পাজামা-পাঞ্জাবি পরে আরামকেদারায় গা ছেড়ে বসে আছেন। বাঁ হাতে ধরা আছে সিগারেট। চুলের ছাঁদে হালকা সাদৃশ্য। সত্যজিৎ রায়ের কায়দায় ঘাড় বেঁকিয়ে রয়েছেন। অভিনেতার একটি ছবি থেকেই চর্চার শুরু। আগামী ছবিতে তিনিই কি নতুন সত্যজিৎ রায়?
যদিও অভিনেতা জানিয়েছেন, তাঁর আগামী ছবি ‘পরিচয় গুপ্ত’র ‘লুক’ এটাই। নতুন পরিচালক রণ রাজের প্রথম ছবিতে ঋত্বিক অন্ধ জমিদার। শ্যুটের ফাঁকে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই চিত্রগ্রাহক সুভাষ কাহার ছবিটি তুলেছেন। এখন তাঁর ঝুলিতে নানা স্বাদের ছবি এবং বিভিন্ন ধরনের চরিত্র। কিন্তু দৃষ্টিহীন জমিদারের ভূমিকায় এই প্রথম তাঁকে দেখা যাবে। ছবির গল্পে পঞ্চাশের দশক জীবন্ত হয়ে উঠবে।
অভিনেতার মতে, এই সময়কে নতুন করে ফিরিয়ে আনাই চ্যালেঞ্জিং। এ ছাড়াও ছবিতে তাঁর সঙ্গে থাকবেন জয় সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, রৌনক ভট্টাচার্য, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যের মতো অভিনেতারা। পরিচালক জয়কে নারীবেশে সাজিয়েছেন এই ছবিতে।

Skip to content