শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সপ্তাহ দুয়েক হল দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন দুর্নিবার। বিদেশের একটি দ্বীপে মধুচন্দ্রিমা কাটানোর কথা দুর্নিবার সাহা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের। তার পরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন, কিন্তু এখনও মধুচন্দ্রিমার কোনও ছবি দেখা যায়নি সমাজমাধ্যমের পাতায়। দুর্নিবার অনুরাগী অনেকের মনেই প্রশ্ন তবে কি তাঁরা এখনই কথাও যাচ্ছেন না ঘুরতে?
এরই মধ্যে নতুন পোস্ট করলেন দুর্নিবারের স্ত্রী। লিখলেন, “মধুচন্দ্রিমার ছবি পোস্ট করতে পারছি না, আপনাদের জন্য। বলে রাখি, পাত্তা দিচ্ছি ভাববেন না। শুধু নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিয়েছি এবং দেব। তাই।”
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৬: কবির ভালোবাসার পশুপাখি

ওয়েব সিরিজ দেখার নেশায় ঘুমের সময় কমে গিয়েছে? কী ভাবে কাটাবেন আসক্তি

তবে তাঁদের মধুচন্দ্রিমার ছবি দেখতে না পেয়ে বেজায় কষ্ট পেয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। তাই তো মোহরের ওই পোস্টে তিনি মন্তব্য করেন, “আমার কষ্টটা কেউ যদি বুঝত।” সেখানে অবশ্য মোহর এবং দুর্নিবার দু’জনেই তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন।
আরও পড়ুন:

নারীর যৌনাকাঙ্ক্ষা সপ্তাহের ঠিক কোন দিনে তীব্র হয়, জানাল সমীক্ষা

স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর

প্রসঙ্গত, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার পর নানা রকমের কটাক্ষের সম্মুখীন হতে হইয়েছিল তাঁদের। দুর্নিবারের বিয়ের ১৪ দিন পর প্রথম পোস্ট করেন মীনাক্ষী। নিজেকে নিয়ন্ত্রিত রাখার অনেক চেষ্টা করেছেন তিনি। তাঁর পোস্টে ইমন চক্রবর্তী মন্তব্য করেন, “তুমি ভালবাসার প্রতীক।” তবে একথা স্পট করে না বললেও বোঝাই যাচ্ছে অনেকেই হয়তো দুর্নিবারের এই দ্বিতীয় বিয়েকে ভালো চোখে দেখছেন না।

Skip to content