শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

হৃদয় ভাঙতে চলেছে তাবৎ ভারতবর্ষের প্রায় সমস্ত পুরুষদেরই। বাতাসে ছড়িয়েছে এই মুহূর্তের ‘জাতীয় ক্রাশ’ রেশ্মিকা মন্দানার বিয়ের গুঞ্জন। ‘পুষ্পা’র শ্রীমতি শ্রীবল্লী হয়তো এবার বাস্ততবজীবনেও খুঁজে পেয়েছেন চলেছেন তার মনমতো ‘স্বামী’টিকে। আর সেই ভাগ্যবান আর কেউ নন, দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হার্টথ্রব বিজয় দেবরকোন্ডা।’পুষ্পা’র কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আল্লু অর্জুনের ঘোরতর প্রতিদ্বন্দ্বী হিসাবেও বিজয়ের নাম বারবার উঠে এসেছে। যদিও এই বিষয় নিয়ে দু’ জনের কাউক কখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
বিজয় এবং রেশ্মিকাকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা গিয়েছে ‘ডিয়ার কমরেড’ ‘গীত গোবিন্দম ‘ ছবিতে। আর রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তাদের জুটি নিয়ে নেটিদেনদের মধ্যে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, আগামীদিনে রেশ্মিকা এবং বিজয় উভয়ই বলিউডে কাজ করতে পারেন। তবে বিয়ে নিয়ে রেশ্মিকাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী সবসময়েই বলে এসেছেন, এখন তার কেরিয়ারে মনোনিবেশ করার সময়, বিয়ের বয়স পড়ে আছে। তবে বিজয়ের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা উঠলেই সলজ্জ হাসি হেসে নিশ্চুপ থেকেছন কেবল। কথায় আছে মৌনতা সম্মতির লক্ষণ। তবে কি এই সুন্দরীর প্রেমকাহিনীর ক্ষেত্রেও সেই কথাই প্রযোজ্য বলে ধরে নিতে হবে? উত্তর পেতে হলে সময়ই একমাত্র ভরসা।

Skip to content