মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


মায়া ঘোষ।

নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেত্রী শনিবার সন্ধে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। উৎপল দত্ত গড়া ‘পিপলস লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে মায়া ঘোষ তাঁর নাট্যজীবন শুরু করেন।
পরবর্তীকালে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকের মাধ্যমে তিনি জনপ্রিয় উঠেছিলেন। অজিতেশের নান্দীকারেরও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন অভিনেত্রী। মায়া পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত-র ‘নাট্যকারের সন্ধানে ছ’টি চরিত্র’, মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’ এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’তে দর্শকদের নজর কাড়েন। মায়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।
আরও পড়ুন:

সঙ্কটজনক পেলে! চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, রয়েছেন বিশেষ ব্যবস্থায়, কিংবদন্তিকে নিয়ে উদ্বিগ্ন নেমারের প্রার্থনা

সাজকাহন: স্টাইলিশ শাড়ি পরার হরেক কায়দা আছে, কিন্তু এ ভাবে শাড়ি পরা যায়, জানতেন?

জানা গিয়েছে, অভিনেত্রী দীর্ঘদিন ধরে বয়সজনিত নানান সমস্যায় ভুগছিলেন। আগামীকাল রবিবার বেলা ১১টা নাগাদ মরদেহ নিয়ে আসা হবে অ্যাকাডেমি চত্বরে। সেখানেই মায়া ঘোষকে শেষ শ্রদ্ধা জানানো যাবে।

Skip to content