রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ ঘোষ

শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগশে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ ঘোষের। বয়স হয়েছিল ৮৩ বছর। অসুস্থতার কারণে কয়েকদিন আগেই হাওড়ার ওই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করা হয় তাঁর গলায়। হঠাৎ আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই তাঁকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মরদেহ হাসপাতাল থেকে তাঁর দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর পরিবার পরিজন এবং গুণমুগ্ধরা। শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানে। পার্থ ঘোষের স্ত্রী বাচিক শিল্পী গৌরী ঘোষের জীবনাবসান ঘটে গত বছর ২৬ আগস্ট। প্রবাদপ্রতিম আবৃত্তিকার দম্পতি দশকের পর দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করেছেন। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থ ঘোষের কণ্ঠে খুবই সমাদ্রিত হয়েছিল। এছাড়াও তাঁদের বেশকিছু শ্রুতি নাটক ‘প্রেম’, ‘জীবনবৃত্ত’, ‘স্বর্গ থেকে নীল পাখি’ শ্রোতাদের মুগ্ধ করে।

Skip to content