শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


প্রয়াত অভিনেতা মিথিলেশ চতুর্বেদী।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘কোই…মিল গয়া’-র জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বুধবার সন্ধ্যায় লখনউয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসি খুশি এমন একজন অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। মাস কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজের শহর লখনউতে ফিরে যান অভিনেতা। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুম্বইয়ে আনা হয় তাঁকে। কোকিলাবেন হাসপাতালে চলছিল চিকিৎসা। কিন্তু হাসপাতাল থেকে আর ফেরা হল না। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার। মিথিলেশের জামাই আশিস চতুর্বেদী শোকপ্রকাশ করে লিখলেন, ‘জামাই হিসাবে তুমি আমাকে কোনও দিনই দেখোনি। তুমি ছিলে আমার বাবা। আমি বলব, তুমিই বিশ্বের সেরা বাবা। তোমার আত্মা শান্তিতে বিশ্রাম করুক।’
একাধিক সুপারহিট ছবি থেকে টেলিভিশন সিরিয়ালে কাজ করেছিলেন মিথিলেশ চতুর্বেদী। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গায়া’, ‘ফটা পোস্টার নিকলা হিরো’, ‘তাল’, ‘ফিজা’, ‘বান্টি অউর বাবলি’-সহ বলিউডের বহু হিট ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দর্শক মনে রেখেছে তাঁকে। এছাড়া ‘পাতিয়ালা বেবস’, ‘সিআইডি’, ‘কুমকুম: এক পেয়ারা সা বন্ধন’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষ অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Skip to content