শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সামান্থা রুথ প্রভু ও ঊর্বশী রাউতেলা। ছবি : সংগৃহীত।

ছবিটি নজর কেড়েছিল দর্শকের। ছবির গান দেশে বিদেশে ভাইরাল হয়ে গিয়েছিল। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মাধ্যমেই অল্লু সর্বভারতীয় পরিচিত পান। এ বার দর্শকরা ছবির দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষায় রয়েছেন। শুরু হয়েছে ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং কাজ। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হবে বিশাখাপত্তনমে। শোনা যাচ্ছে, ওই ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের জন্য জার্মান থেকে ৫০ জন স্টান্টম্যানকে উড়িয়ে আনা হয়েছে।
এই ছবির প্রথম পর্বে সাফল্যে যেমন অল্লু অর্জুন-রশ্মিকা মন্দনাদের বড় অবদান রয়েছে, তেমনই রয়েছে ‘উ অন্তভা’ গানটিরও। গানের কথা ও সুরের পাশাপাশি সামান্থা প্রভুর নাচের আবেদনে উত্তাল হয়েছিল সারা দেশ।

এর আগে সামান্থা কোনও দিনও আইটেম নম্বর করতে দেখা যায়নি। আইটেম গানই এটাই দক্ষিণী নায়িকার হাতেখড়ি আর তাতেই বাজিমাত। তবে এ বার শোনা যাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’ এ অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে একটি আইটেম নম্বরে দেখা যাবে। পারিশ্রমিকেও নাকি সামান্থাকে তিনি টেক্কা দেবেন!
আরও পড়ুন:

‘পুষ্পা: দ্য রুল’-এ অল্লুকে টক্কর দেবেন বলিউডের তারকা অভিনেতা, আর কী কী যোগ হচ্ছে দ্বিতীয় ভাগে?

হেলদি ডায়েট: ত্বকের জেল্লা ধরে রাখে কোলাজেন! কোন খাবারে কোলাজেনের ঘাটতি মিটবে?

কমবেশি ৩ মিনিটের ‘উ অন্তভা’ গানের জন্য সামান্থা রুথ প্রভু প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। যদিও সামান্থা প্রথমে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। শেষমেশ অল্লুর কথায় তিনি রাজি হন। এদিকে, বলিউডে ‘আইটেম গার্ল’ হিসেবে ঊর্বশীর নাম ডাক রয়েছে। শোনা যাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’ ছবির দ্বিতীয় ভাগে একটি নাচে ঊর্বশীকে দেখা যাবে। এর জন্য ঊর্বশী নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক পাবেন। এই খবর সত্যি হলে এখন পর্যন্ত ঊর্বশী পারিশ্রমিকের বিচারে সামান্থাকে টেক্কা দিতে পারেননি।
আরও পড়ুন:

চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব ভালোবাসেন? এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে কী কী ঝুঁকি বাড়ায় জানেন?

‘থ্রেডস’ কি টুইটারের প্রতিদ্বন্দ্বী? কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?

এদিকে বলিপাড়ায় খবর, ‘পুষ্পা ২’-তে রণবীর সিংহকেও নাকি দেখা যেতে পারে। তবে বড় চমক হল ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে অল্লুকে নাচে টক্কর দেবেন রণবীর সিংহ। একটি পার্টির গানে দেখা যাবে রণবীরকে। নাচের ব্যাপারে অল্লু ও রণবীর কেউই কম যান না। এ বার ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে দুই তারকার যুগলবন্দি দর্শকদের কাছে বাড়তি পাওনা। শোনা যাচ্ছে, ছবিতে রণবীরকে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং শুরু হয় গত বছরের শেষ দিকে। দেশের একাধিক জায়গায় শুটিং হয়েছে। খবর, ২০২৪ সালের মে মাস নাগাদ ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে।

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content