উলঝ
যাঁরা স্পাইথ্রিলার দেখতে পছন্দ করেন, উলঝ ছবিটি তাঁদের খারাপ লাগবে না। উলঝ শব্দের আক্ষরিক ভাষান্তর জড়িয়ে পড়া। কিন্তু বাংলায় আরও ভালো প্রতিশব্দ রয়েছে—ঝঞ্ঝাট।
দার্জিলিং-এর গোপাল ধারার চা বাগানে জন্ম, দুন স্কুলে পাঠ শেষ করে নিউইয়র্কের ইথাকা কলেজ থেকে ফিল্ম ম্যান ফটোগ্রাফিতে স্নাতক সুধাংশু সারিয়া’র এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। তবে নক নক নক নামে স্বল্পদৈর্ঘ্যের ছবি করে সুধাংশু এরই মধ্যে জাতীয় পুরস্কার লাভ করেছেন। বক্স অফিস অসফল এবং সমালোচকদের বিচারে খুব ভালো নম্বর না পেলেও নেটফ্লিক্সে চা পাকোড়া সহ দেখতে বসলে উলঝ ছবিটি আপনার বেশ মুচমুচে রাখবে। আর আশ্চর্য হবেন জাহ্নবী কাপুরের অভিনয়ের উন্নতি দেখতে পেয়ে।
দার্জিলিং-এর গোপাল ধারার চা বাগানে জন্ম, দুন স্কুলে পাঠ শেষ করে নিউইয়র্কের ইথাকা কলেজ থেকে ফিল্ম ম্যান ফটোগ্রাফিতে স্নাতক সুধাংশু সারিয়া’র এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। তবে নক নক নক নামে স্বল্পদৈর্ঘ্যের ছবি করে সুধাংশু এরই মধ্যে জাতীয় পুরস্কার লাভ করেছেন। বক্স অফিস অসফল এবং সমালোচকদের বিচারে খুব ভালো নম্বর না পেলেও নেটফ্লিক্সে চা পাকোড়া সহ দেখতে বসলে উলঝ ছবিটি আপনার বেশ মুচমুচে রাখবে। আর আশ্চর্য হবেন জাহ্নবী কাপুরের অভিনয়ের উন্নতি দেখতে পেয়ে।
আরও পড়ুন:
আগাথা ক্রিস্টিস দ্য মাউসট্র্যাপ পেশাদার রঙ্গমঞ্চের ঐতিহাসিক নিদর্শন
গল্পবৃক্ষ, পর্ব-৩: ভাবিয়া করিও কাজ
জাহ্নবী কাপুর ইতিমধ্যেই তার সমসাময়িক নতুন অভিনেত্রীদের তুলনায় অনেক অন্য ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছেন – তাঁর অভিনীত ছবির মধ্যে ধড়ক, গুঞ্জন সাক্সেনা— দ্য কারগিল গার্ল বা মিলি বিশেষ প্রশংসা আদায় করে নিয়েছে। হ্যাঁ এটা ঠিকই যে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে না হলে হয়ত ২০১৮তে আত্মপ্রকাশ করে মাত্র ছ’বছরে ১১ টি ছবিতে অভিনয় এবং দুটি ছবিতে বিশেষ ভূমিকা অবতীর্ণ হতে পারতেন না। কিন্তু শুধু পদবি বা বংশের জোরে হিন্দি ছবি জগতের টিকে থাকা যায় না সেটা এষা দেওয়াল, কুমার গৌরব, উদয় চোপড়া তুষার কাপুর ফারদিন খান তানিশা মুখার্জী রিয়া কাপুর সুনীল আনন্দ সোহা আলি খান মিমো চক্রবর্তীসহ বহু অভিনেতা-অভিনেত্রী বহুবার প্রমাণ করেছেন।
আরও পড়ুন:
মহাকাব্যের কথকতা, পর্ব-৮৬: সুযোগ্য প্রশাসকের মৃত্যুর অভিঘাত
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৯: শ্রীমার সন্তানস্নেহ
উলঝ ছবিতে জাহ্নবী কাপুর অভিনীত সুহানা ভাটিয়া চরিত্রটি অনেকটাই এরকম। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পাস করার পরে পরেই অত্যন্ত কম বয়সে সুহানা ভাটিয়া ইংল্যান্ডে ভারতীয় ডেপুটি হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন। সুহানা দাদু সুহানার বাবা সকলেই বিদেশ মন্ত্রকের বিশেষ পরিচিত নাম। ভিতরে ভিতরে অনেকেই মত প্রকাশ করলেন যে এই পারিবারিক যোগাযোগ ও মর্যাদার কারণেই সুহানা এ বিশেষ সুযোগ পেয়ে গিয়েছেন।
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭১: সুন্দরবনের পাখি: সবুজ বক
উত্তম কথাচিত্র, পর্ব-৫১: সেই ‘পৃথিবী আমারে চায়’
সুহানার বাবা ধনরাজ ভাটিয়া একজন বিচক্ষণ রাষ্ট্রদূত—এটা মোটামুটি ঠিক যে তিনিই জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। অথচ সুহানার এই সাফল্যে তাঁর অভিজ্ঞতাই তাকে উৎফুল্ল হতে দিচ্ছে না। রাষ্ট্রদূত বা উপরাষ্ট্র দূতের কাজটায় অসম্ভব বিচক্ষণতা লাগে এবং সেই বিচক্ষণতা শিক্ষাগত নয় বয়সজনিত অভিজ্ঞতাগত। সুহানা তার বাবার কাছে নিজেকে প্রমাণ করার তাগিদে কর্তব্যে ঝাঁপিয়ে পড়ে কিন্তু কম বয়সের উন্মাদনায় ভুল করে বসে এবং ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ে। এই নিয়েই টানটান স্পাইথ্রিলার উলঝ।
আরও পড়ুন:
দশভুজা, দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪২: যোগমায়া দেবী—এক প্রতিবাদী নারী
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ
ক্রমে বিপদ এবং ষড়যন্ত্রে জড়িয়ে পড়া অথচ কাউকে কিছু না বলতে পারা এই দোটানার মধ্যে যন্ত্রণাবিদ্ধ হয়েছে সুহানার চরিত্র, যা অত্যন্ত নিয়ন্ত্রিত অভিনয়ের মাধ্যমে ছবির চরিত্রের মতোই পর্দার সুহানা এবং ব্যক্তি জীবনের জাহ্নবী দুজনেই প্রমাণ করেছেন। তবে ছবির ক্লাইম্যাক্সে গিয়ে পরিচালক সুধাংশু হিন্দি ছবির গতানুগতিকতা থেকে বাইরে আসতে পারেননি। অন্যান্য চরিত্রে রোশন ম্যাথিউ, গুলশান দেবাইয়া, আদিল হোসেন উল্লেখযোগ্য অভিনয় করেছেন। সিনেম্যাটোগ্রাফি এবং এডিটিং স্পাই থ্রিলারের উপযোগী।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।