শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বেলপাহাড়ীর জঙ্গলে যাঁদের বাস সেখানকার মাওবাদীদের নিয়ে এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে পরিচালক মন্দীপ সাহার নতুন ছবি ‘ইস্কাবন’। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী, সঞ্জু প্রমুখ। এছাড়াও অরিন্দম গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, বুদ্ধদেব ভট্টাচার্য-এর মতো অভিনেতা ছবিতিতে রয়েছেন। ছবিটিতে আদিবাসীরাও অভিনয় করেছেন। ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল ও মাওবাদী। কিন্তু ছবিতে কাজ করলেও এই ছবি দেখার কোন সুযোগ তাদের নেই। তাই শান্তিনিকেতন থেকে একদল আদিবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে আর্জি জানাতে যাবেন যে, যেহেতু জঙ্গলমহল প্রেক্ষাপটে তাদেরকে কেন্দ্র করেই ছবিটি তৈরি হয়েছে তাই মুখ্যমন্ত্রী যেন এই ছবিটি দেখার সুযোগ করে দেন। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সুবর্ণরেখা মোড় থেকে যাত্রা শুরু করে কলকাতায় নন্দন চত্বরে যাবেন তাঁরা। সেখান থেকে নবান্নে। অভিনেতা সৌরভ দাসের কথায়, মাননীয়া মুখ্যমন্ত্রী যেনও তাদের এই আর্জি মেনে নেন। তাঁর কথায়, সিনেমা সবার জন্যই হয়ে থাকে। আর এই ছবি ওদেরকে কেন্দ্র করেই। ওদেরও ইচ্ছা করে সিনেমা দেখতে। ‘ইস্কাবন’-এর কাহিনিকার রাধামাধব মণ্ডল। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

Skip to content