রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


'কেজিএফ চ্যাপ্টর ২'-এর ট্রেলর দেখে আনন্দিত সিনেপ্রেমীরা! জেনে নিন কার কত পারিশ্রমিক

কন্নড় সুপারস্টার যশ অভিনীত ছবি ‘কেজিএফ চ্যাপ্টর ২’ দারুণভাবে ঝড় তুলেছিল। প্রভাব ফেলেছিল সিনেমাপ্রেমীদের মনে, করেছিল ভালো ব্যবসাও। এই সিজনে আসতে চলেছে ‘কেজিএফ চ্যাপ্টর ২’। প্রথমটি দেখে মানুষের প্রত্যাশাও গগনচুম্বী। তাই সকলকে বিনোদন দিতে, বক্স অফিসে ঝড় তুলতে আসছে ‘কেজিএফ চ্যাপ্টর ২’। এই সিনেমার ট্রেলারই তার প্রমাণ দিল। প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে যশ অভিনয় করছেন মুখ্য চরিত্রে তা বলার অপেক্ষা রাখে না। অ্যাকশনের ভঙ্গিমা, আর সংলাপের দাপট দুটোই আলাদা রকম মাত্রা দিয়েছে ছবিটিকে। তবে যশ ছাড়াও এই ছবিতে আরও দুইজন চরিত্র নজর কেড়েছে। তাঁরা হলেন সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডন। এই ছবিটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা-অভিনেত্রীরা।

সুপারস্টার যশ ‘কেজিএফ চ্যাপ্টর ২’ করার সময় নিয়েছিলেন ১৫ কোটি। কিন্তু এর সিকুয়েলের জন্য ১০ কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ ‘কেজিএফ চ্যাপ্টর ২’-এর জন্য তিনি নিচ্ছেন ২৫ কোটি টাকা। ছবির ট্রেলার যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখেছেন ভয়ানক খলনায়ক ‘অধীরা’ চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। এই সিনেমার জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। রবিনা ট্যান্ডনও তার অভিনীত একটি রাজনীতিবিদের চরিত্রে প্রশংসিত হয়েছেন। এই ছবিতে কাজ করার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন দেড় কোটি টাকা। শ্রীনিধি শেট্টি এই ছবিতে কাজ করার জন্য নিয়েছেন প্রায় তিন কোটি টাকা। সবকিছু মিলিয়ে সিনেমাপ্রেমী ভক্তরা এখন উদগ্রীব হয়ে আছেন কখন গিয়ে সিনেমাটি তাঁরা দেখবেন।

Skip to content