রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


২০২১-এর ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অভিজিৎ সেন পরিচালিত নতুন ছবি ‘টনিক’। সেই সময় ভালো ব্যবসা করেছিল বক্স অফিস কাঁপানো এই ছবি। এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘টনিক’। টেলিভিশন প্রিমিয়ারে ঘরে বসেই দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শককূল। ছবিতেই অসামান্য অভিনয় করে সম্প্রতি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০২১’-এ পুরস্কৃত হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
অভিজিৎ সেনের নতুন ছবি ‘টনিক’-এ অভিনয় করতে দেখা যাবে দেব পরাণ বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, শকুন্তলা বড়ুয়া, বিশ্বনাথ বসু, রজতাভ দত্ত-সহ অন্যান্যদের। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে আসছে ‘টনিক’। আজ দুপুর ৩ টেয় জি বাংলার পর্দায় দর্শকরা দেখতে পাবেন এই ছবি।

ছবি সৌজন্য: জি বাংলা

Skip to content