অভিনেত্রী পল্লবী দে
গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকার একটি বহুতলের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল পল্লবী দে-এর দেহ। তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘আমি সিরাজের বেগম’ ছবি এবং ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জ ছায়া’, ‘সরস্বতীর প্রেমে’ প্রভৃতি ধারাবাহিকে তিনি মুখ্যচরিত্রে অভিনয় করেছেন। এখন ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল পল্লবীকে। সূত্রের খবর, রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা হয়।
শোনা গিয়েছে, পল্লবী গড়ফার ওই বহুতলের ফ্ল্যাটে তাঁর প্রেমিকের সঙ্গে থাকতেন লিভ-ইন রিলেশনশিপে। গড়ফা থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভূক্ত করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, প্রায় মাস দেড়েক সঙ্গীর সঙ্গে পল্লবী গড়ফার এই ফ্ল্যাটে থাকতেন। আগে তিনি হাওড়ায় থাকতেন। রবিবার সকালে পল্লবীর সঙ্গী সিগারেট খেতে বেরিয়েছিলেন। তার পর তিনি ফিরে দেখেন ভিতর থেকে বন্ধ দরজা। তিনি দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকেই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি পুলিশে খবর দেন। সূত্রের খবর, গতকাল ও আজ দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর। রবিবার পুলিশ পল্লবীর ওই বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।
শোনা গিয়েছে, পল্লবী গড়ফার ওই বহুতলের ফ্ল্যাটে তাঁর প্রেমিকের সঙ্গে থাকতেন লিভ-ইন রিলেশনশিপে। গড়ফা থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভূক্ত করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, প্রায় মাস দেড়েক সঙ্গীর সঙ্গে পল্লবী গড়ফার এই ফ্ল্যাটে থাকতেন। আগে তিনি হাওড়ায় থাকতেন। রবিবার সকালে পল্লবীর সঙ্গী সিগারেট খেতে বেরিয়েছিলেন। তার পর তিনি ফিরে দেখেন ভিতর থেকে বন্ধ দরজা। তিনি দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকেই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি পুলিশে খবর দেন। সূত্রের খবর, গতকাল ও আজ দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর। রবিবার পুলিশ পল্লবীর ওই বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।