রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


হাসপাতালের বিছানায় টানা এক সপ্তাহ ধরে লড়াই ছালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ পার হয়ে গেলও অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ঐন্দ্রিলা এখনও বিপন্মুক্ত নন। তিনি ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন। এমনকি, তাঁর শরীরে নতুন করে সংক্রমণ পাওয়া গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
একটানা উদ্বেগের পর গতকাল সোমবার খানিক স্বস্তির খবর দিয়েছিলেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। সোমবার তিনি ফেসবুকে লেখেছিলেন, ‘‘হাসপাতালে ঐন্দ্রিলার ৬ দিন পূর্ণ হল আজ। এখনও পুরোপুরি ওর জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে।’’
আরও পড়ুন:

‘ব্রহ্মাস্ত্র ২’-এ বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে? কোন চরিত্রের জন্য ভাবা হচ্ছে এই দক্ষিণী সুপারস্টারকে

কাজের চাপে হাঁসফাঁস অবস্থা? কী করে পরিস্থিতি সামলাবেন? জেনে নিন কিছু সহজ উপায়

চিকিৎসকেরা ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ঐন্দ্রিলার বয়স কম হওয়ায় তুলনায় ঝুঁকি কম মনে করছেন চিকিৎসকদের। আশাবাদী প্রিয়েজনেরাও।
উল্লেখ্য, দিন সাতেক আগে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হওয়ায় অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানা গিয়েছিল, ঐন্দ্রিলার শরীরের এক দিক পুরোপুরি অসাড়। কেবল বাঁ হাত সামান্য নাড়তে পারছিলেন।

Skip to content