
বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার প্রয়াত। বয়েস হয়েছিল ৬৭ বছর। পরিচালক হনসল মেহতা শুক্রবার সকালে টুইটারে এই খবর ভাগ করে নেন। হনসল লিখেছেন, “প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।”
প্রদীপ পরিচালনায় আসেন ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে। ২০০৭ সালে ‘লগা চুনরি মে দাগ’ ছবিও দর্শকের মন জয় করে। এর পর প্রদীপ ২০১০ সালে ‘লাফাংগে পরিন্দে’ এবং ২০১৪ তে ‘মর্দানি’র মতো ছবি তরি করে সাড়া ফেলেন।
প্রদীপ পরিচালনায় আসেন ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে। ২০০৭ সালে ‘লগা চুনরি মে দাগ’ ছবিও দর্শকের মন জয় করে। এর পর প্রদীপ ২০১০ সালে ‘লাফাংগে পরিন্দে’ এবং ২০১৪ তে ‘মর্দানি’র মতো ছবি তরি করে সাড়া ফেলেন।
প্রদীপ শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় তাঁর মৃত্যু হয়। এক আত্মীয় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পরিচালক শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর কিডনি ডায়ালিসিস হয়েছে। কিন্তু তার পরও রক্তে পটাশিয়ামের হারে কমছিল। এই অবস্থাতে প্রদীপ চিকিৎসা চললেও শেষরক্ষা হল না। শুক্রবার বিকেল ৪টেয় সান্তাক্রুজে দাহ করা হবে তাঁকে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন প্রদীপ। শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মৃত্যু হয় পরিচালকের। আত্মীয় জানান, অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনি ডায়ালিসিস করা হয়েছে তাঁর। তার পরও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শেষরক্ষা হল না। শুক্রবার বিকেল ৪টেয় সান্তাক্রুজে দাহ করা হবে তাঁকে।
Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমাপাড়া। শোকপ্রকাশ করেছেন অভিনেতা অজয় দেবগন এবং মনোজ বাজপেয়ী। প্রদীপের কেরিয়ার শুরু বিজ্ঞাপনের জগৎ থেকেই। তিনি ‘ধুম পিচাক ধুম’, ‘মায়েরি’ এবং শুভা মুদগলের ‘আব কে সাওয়ান’-এর মতো গানের ভিডিয়োর মাধ্যমে নজরে আসেন। তাঁর তৈরি শেষ সিনেমা ছিল ‘হেলিকপ্টর এলা’ (২০১৮)।

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
প্রদীপ নব্বইয়ের দশকে রাজকুমার হিরানির সঙ্গে কাজ শুরু করেন। ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সহ-সম্পাদক ছিলেন। প্রদীপ ওটিটির কাজও শুরু করেছিলেন। সম্প্রতি তিনি ‘দুরাঙ্গা’ সিরিজ তৈরি করেছিলেন। অভিনেত্রী কঙ্গনা রানাউত ২০২২ সালের অক্টোবর মাসে ঘোষণা করেন, পরিচালক প্রদীপের ‘নটী বিনোদিনী’ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করবেন।