শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘দ্য কাশ্মীর ফাইল্‌স’কে নিয়ে কম বিতর্ক হয়নি। সেই ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ফের শিরোনামে। যদিও এ বার বিতর্কের কারণে নয়, ২০২৩ সালে অস্কারের জন্য ৩০১টি ছবি নির্বাচিত হয়েছে, সেই তালিকায় এই ছবিটি রয়েছে। সেই স্বীকৃতির কথা পরিচালক বিবেক অগ্নিহোত্রী টুইট করে জানিয়েছেন। পাশাপাশি সেই তালিকায় জায়গা পাওয়া প্রতিটি ছবির জন্যও তিনি টুইটে শুভেচ্ছা জানিয়েছেন।
আগামী ২৩ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে। পুরস্কারের জন্য মনোনয়নের সর্বশেষ তালিকা প্রকাশিত হবে ২৪ জানুয়ারি। তার আগে মনোনয়ন পাওয়ার যোগ্য এমন ৩০১টি ছবির একটি তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি। ওই তালিকায় রয়েছে ৩০১টি ছবি। সেখানের জায়গা করে নিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ও। ওই তালিকায় অবশ্য এস এস রাজামৌলির ‘আরআরআর’, সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, প্যান নলিনের ছবি ‘চেলো শো’ ও ঋষভ শেট্টির ‘কান্তারা’-এর মতো ছবিও রয়েছে।
আরও পড়ুন:

তিন ভাগ করা হল জোশীমঠকে, লাল কালি বিপজ্জনক বাড়িতে, ভাঙা হচ্ছে ‘ডুবন্ত’ শহর

আপনার ছোট্ট সোনামণির সঙ্গে কোন কোন আচরণগুলি কখনওই করবেন না?

‘চেলো শো’ ভারতের পক্ষ থেকে অস্কারের অফিশিয়াল এন্ট্রি ছবি। অস্কারের সেরা গানের বিভাগে মনোনীত হয়েছে রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি। এ ছাড়াও তালিকায় আছে একাধিক মরাঠি ও কন্নড় ছবি। মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ তালিকায় জায়গা করে নিয়েছে।

Skip to content