শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

তৃতীয়বার প্রেক্ষাগৃহে ফিরতে চলেছেন বাঙালির সুপারহিরো ‘কাকাবাবু’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখিত ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র’ কাকাবাবুর প্রত্যাবর্তন ‘ আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আর সোমবার মুক্তি পেল ‘কাকাবাবু প্রত্যার্তন’-এর অন্যতম বিশেষ এবং অন্তিম ট্র্যাক ‘তিন তিরিক্কে নয়’। ইতিমধ্যেই দর্শকমহলে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে রূপম ইসলামের কন্ঠে মুক্তি পাওয়া এই ছবির প্রথম গান -‘ফিরে এল কাকাবাবু।’

‘তিন তিরিক্কে নয়’-এর জন্য এসভিএফ পুনরায় এক ছাদের তলায় নিয়ে এল বাঙালির আবেগ ‘চন্দ্রবিন্দু’র তিন মহারথী—অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত এবং চন্দ্রিল ভট্টাচার্যকে। এই তিন মহারথীর কন্ঠের সম্মেলন, শ্রীজাতর লেখা গানের কথা এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর মিউজিক কম্পোজিশন —এই বিবিধ দক্ষতার একত্রীকরণ এক অন্যতর মাত্রায় নিয়ে গিয়েছে ‘তিন তিরিক্কে নয়’কে।

উচ্ছসিত পরিচালক নিজেও। রীতিমতো স্মৃতিমেদুর হয়ে উঠলেন নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করে, —কাকাবাবু যেমন আমার শৈশবজুড়ে ছিলেন, চন্দ্রবিন্দুও তেমনই আমার যৌবনের সর্বক্ষণের সঙ্গী। ভিনদেশি তারা, এবরো খেলার রং, সোম, আমাকে নাও, আড্ডা, রিকশাওয়ালা, বন্ধু তোমায়, গান ভালোবেসে গান, গীতগোবিন্দ, এইটা তোমার গান—সমস্ত গানগুলির সঙ্গেই জড়িয়ে রয়েছে আমার আবেগ। চন্দ্রবিন্দুর সঙ্গে আমার স্মৃতি, হাসি, অশ্রুপূর্ণ মুহূর্ত যেভাবে জড়িয়ে রয়েছে ,সেইভাবে বোধহয় আর কারওই নেই। অবশেষে তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত!’
ইতিমধ্যেই ‘তিন তিরিক্কে নয়’ এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং এই কম সময়ের মধ্যেই দর্শকদের প্রবল সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

Skip to content