বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


তথাগত মুখোপাধ্যায় গত ২ জুন থেকে ‘মদ ছাড়ান গোপনে’ ছবির শ্যুটিং শুরু করেছেন। পরিচালক ছবির চিত্রনাট্য সাজিয়েছেন একটি রাতের ঘটনাকে কেন্দ্র করে। তিনি উত্তর কলকাতার অলিগলি মধ্যরাতে কেমন থাকে তা ফ্রেমবন্দি করছেন। অভিনব ঘোষ প্রযোজিত ছবিটি বাংলার প্রথম সিঙ্গল-শট সিনেমা। ছবিতে দেখা যাবে সোগম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু ও সম্রাট মুখোপাধ্যায়কে। বাংলা সিনে দুনিয়ায় এই ছবির হাত ধরেই ডেবিউ করতে চলেছেন রুকমা রায় ও মেঘা চৌধুরী। সবক্ষেত্রেই ব্যস্ততা তুঙ্গে। কেউ নিঃশ্বাস ফেলার এতোটুকু সময় পাচ্ছেন না। সবই ঠিকঠাক মতো চলছে শুধু দেখতে পাওয়া যাচ্ছে না দেবলীনা দত্তকে, একটা সময় যাঁকে ছাড়া তথাগতর এক মুহূর্ত চলত না। সংসার থেকে সেট সবকিছুই যথাযথ দায়িত্বের সঙ্গে সামলেছিলেন পরিচালকের স্ত্রী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সম্পর্কের সমীকরণ বদলায়। তাই দেবলীনা তথাগতর সমীকরণ প্রথমদিকে এক হলেও এখন তা দু’ দিকে বেঁকে গিয়েছে। দেবলীনাকে ছাড়া তথাগত কি সম্পূর্ণ? এর উত্তরে পরিচালক বলেন, দেবলীনার একটা ক্ষমতা ছিল যার সাহায্যে সে খুব সহজেই কাজগুলো করে দিতে পারতো। কিন্তু ওর অনুপস্থিতিতে এখন কোনও কাজে আটকে থাকছে না বা অসুবিধাও হচ্ছে না। তথাগত এও জানান, কারও জন্যই পৃথিবীতে কোনও কিছু আটকে থাকে না। তিনি না থাকলেও তাঁর জায়গায় অবশ্যই কেউ না কেউ আসবে, যেমনটা হয়েছে দেবলীনার ক্ষেত্রে। অর্থাৎ দেবলীনার জায়গাটি এখন পূরণ হয়ে গিয়েছে!

Skip to content