শনিবার ২৯ মার্চ, ২০২৫


পলিন জেসিকা 'দীপা' নামেই জনপ্রিয় ছিলেন।

চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে পাওয়া গেল ২৯ বছরের তামিল অভিনেত্রীর দেহ। অভিনেত্রী পলিন জেসিকা ‘দীপা’ নামেই জনপ্রিয় ছিলেন। সোমবার চেন্নাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দীপা ২০১৭ সালে ‘থুপ্পারিভালান’ এবং ২০২২ সালে ‘বৈথা’ ছবিতে অভিনয় করে দর্শকের মনজয় করে নেন।
আরও পড়ুন:

রিল লাইফ পেরিয়ে রিয়েল লাইফেও প্রেম করছেন শ্বেতা-রুবেল? মুখ খুললেন অভিনেতা

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব ৩২: প্রভুর অমৃতোপম কথা মন্ত্রমুগ্ধের মতো শুনল রজনী, এমন দরদভরা কথা আজ পর্যন্ত শোনেনি সে…

কোয়াম্বেদু পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দীপার ঘরে থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছে। এই ডায়েরির মধ্যে একটি সুইসাইড নোট মিলেছে। এই ঘটনায় পুলিশ খুনের চক্রান্তের বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপার বন্ধু প্রভাকরণ তাঁকে ফোন করেন, কিন্তু দীপা ফোন না ধরায় তিনি অভিনেত্রীর অ্যাপার্টমেন্টে আসেন। প্রভাকরণ দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তার পর অভিনেত্রীর দেহ দেখতে পান তিনি। এর পর প্রভাকরণই অভিনেত্রীর পরিবার এবং পুলিশে খবর দেন। দীপার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

Skip to content