শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রয়াত উস্তাদ জ়াকির হুসেন।

জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতকুল। স্তব্ধ হল তবলায় জাদুস্পর্শ। রবিবার কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিংবদন্তির প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছিল। যদিও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তবলাবাদক উস্তাদ জাকির হুসেন প্রয়াত হয়েছেন।
উস্তাদ জাকির হুসেনের ঠিক এই সময়েই কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শিল্পীর শারীরিক অসুস্থতার জন্য সেই অনুষ্ঠান বাতিল করতে হয়। উস্তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। গত দু’সপ্তাহ ধরেই তিনি ভেন্টিলেটরে ছিলেন।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭৮: সুন্দরবনের পাখি—শামুকখোল

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১০৩: দেবেন্দ্রনাথ হয়েছিলেন ‘কল্পতরু’

শিল্পীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করলেন। মুখ্যমন্ত্রী এক্সে লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। জ়াকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৯৪: পরবর্তী পদক্ষেপ

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৬: ঠাকুরবাড়ির লক্ষ্মী মেয়ে

জানা গিয়েছে, কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে শিল্পীর হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেয়। এমন সময় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিংবদন্তি তবলাবাদকের শারীরিক পরিস্থিতির অবনতির খবর ছড়িয়ে পড়লে অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। যদিও সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উস্তাদ জাকির হুসেন।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-৯: আসছে আমার পাগলা ঘোড়া

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৭: লোকে যারে বড় বলে

জাকির হুসেনের জন্ম ১৯৫১ সালে, মুম্বইয়ে। শিল্পীর পিতা ছিলেন উস্তাদ আল্লা। তিনিও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। তিন বছর বয়স থেকেই তবলায় প্রশিক্ষণ শুরু হয়। তিনি মঞ্চে একক অনুষ্ঠান করেছেন সাত বছর বয়স থেকেই।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪৬: আলাস্কার আকাশে অহরহ ব্যক্তিগত বিমান ওঠানামা করে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব ৪১: রবীন্দ্রনাথ ও ব্রজেন্দ্র কিশোর

২০২৪ সালে জাকির গ্র্যামি পুরস্কার পান। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এখন শঙ্কর মহাদেবন ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী। তবলাবাদক ছিলেন জাকির। বেহালায় গণেশ রাজাগোপালন। অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ‘দিস মোমেন্ট’ অ্যালবাম ২০২৩ সালের ৩০ জুন মুক্তি পায়।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।

Skip to content