শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


'ঠিক যেন লাভ স্টোরি ২.০'-এর একটি দৃশ্যে।

শঙ্খ ঘোষ তো সেই কবেই বলে গিয়েছিলেন ‘হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়,’। এই হাত রাখা আসলে কার হাতে হাত রাখার গল্প বলে? প্রেমিক প্রেমিকার হাতে হাত রাখা? বন্ধুত্বের হাত ধরা? নাকি পারিবারিক বন্ধনের হাতে শক্ত করে ধরা। এই বিশ্লেষণাত্মক আলোচনা কবি করেননি, আদতে বিশ্লেষণের কোনও দায় তো কবিতার নেই, কিন্তু আমরা জানি এই হাতের ওপর হাত রাখা আসলে অনুভূতির হাতটুকু শক্ত করে ধরা। প্রয়োজন নেই সেই অনুভূতির কোনও সামাজিক শিরোনামের, প্রয়োজন নেই কোনও গোত্রর, মানবিক অনুভূতির হাত ধরাটাই শেষ কথা, আদত কথা। বহুদিন পরে আবার এই কবিতাটা মনে পড়ে গেল রায়া ও অম্বিকাকে দেখে। ফ্যাশনেবল, স্মার্ট, প্রাণবন্ত, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রায়া প্রথম দেখা করতে যাচ্ছে তার মনের মানুষ অম্বিকার সঙ্গে। কেমন হবে তাদের প্রথম সাক্ষাৎ? সাক্ষাতের আগে পরের মিষ্টি কিছু প্রাণবন্ত মুহূর্তের বুননেই ফুটে উঠেছে ‘ঠিক যেন লাভ স্টোরি ২.০’-র মিউজিক ভিডিওতে।
দীর্ঘ প্রতিক্ষার পরে অবশেষে ১ এপ্রিল সুরকার অরিন্দমের সুর এবং গীতিকার প্রসেনের কথায় সোশ্যাল মাধ্যমে মুক্তি পেল ‘ঠিক যেন লাভ স্টোরি ২.০’এর মিউজিক ভিডিও। ভিডিওটিতে রায়ার চরিত্রে দেখা গিয়েছে মধুরিমা দত্ত এবং অম্বিকার চরিত্রে দেখা গিয়েছে মধুমিতা দাসকে। এসভিএফের প্রযোজনায় সমকামি সম্পর্ককে স্বীকৃতি প্রদান করে নির্মিত এই মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে ছিলেন সৌভনিক কুণ্ডু।
এরকম একটি ব্যতিক্রমী কাজের অংশ হতে পেরে আপ্লুত মধুরিমা ও মধুমিতা—’আমাদের দৈনন্দিন জীবনে আমরা সত্যিই এলজিবিটিকিউ সমতাকে এখনও স্বীকৃতির জন্য করতে দেখি। এই মিউজিক ভিডিওটি এই বার্তাই দিতে চায়, লিঙ্গ নির্বিশেষে দুটি মানুষের মধ্যে প্রেম অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। আমরা সত্যিই এসভিএফের মিউজিকের পুরো টিমকে ধন্যবাদ জানাই যাঁরা আমাদের এই সুযোগ দেওয়ার কথা ভেবেছিল।’ সঙ্গীত পরিচালক অরিন্দম বলেন, ‘ঠিক যেন লাভ স্টোরি ২.০ তৈরি করা অত্যন্ত আনন্দদায়ক একটা মুহূর্ত ছিল এবং এবার শুধু সঙ্গীতের ক্ষেত্রে নয়, ভিডিওর ধারণার ক্ষেত্রেও এই বিস্ময়কর পরিবেশনার অংশ হতে পেরে আমি অভিভূত। এসভিএফ মিউজিকের এই সাহসী পদক্ষেপের জন্য আমি সত্যিই গর্ব্বিত।’

Skip to content