বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার

এবার এসভিএফ এবং ক্যামেলিয়া গ্রুপ অফ প্রোডাকশন একযোগে তুলতে চলেছে রহস্য রোমাঞ্চের ঝড়। ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি নিয়ে পরিচালক অরিন্দম শীল এবং অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের জুটি অবসান ঘটাতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। বলাই বাহুল্য, বাঙালির ব্যোমকেশ-প্রেমকে আরও গাঢ় করে তোলার জন্য এই প্রত্যাবর্তনের আশ্বাসটুকুই যথেষ্ট।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত কাহিনি ‘বিশুপাল বধ’ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। সিনেমার প্রয়োজনে অসমাপ্ত কাহিনিটিকে পরিণতি দিয়েছেন পরিচালক অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত। কাহিনি অনুযায়ী ১৯৭১-এর নকশাল আন্দোলনের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী জড়িয়ে পড়েন এক রহস্যজনক মৃত্যুর সঙ্গে। প্রেক্ষাগৃহে তার চোখের সামনেই অভিনব এক পন্থায় খুন হয়ে যান এক ব্যক্তি। বন্ধু এবং সহকারী অজিতকে ছাড়াই ব্যোমকেশ তদন্তে নেমে পড়েন, আর তারপরেই আচমকা থেমে বাঙালির চিরপ্রিয় এই সত্যান্বেষীর গল্প। সেই অসমাপ্ত রহস্যের সমাধানসূত্র নিয়ে এবার ফিরছেন পরিচালক অরিন্দম শীল। নকশাল দ্রোহের সঙ্গেই কি জড়িয়ে রয়েছে এই হত্যারহস্যের সূত্র নাকি সম্পূর্ণ এক বিচ্ছিন্ন বিশ্বাসঘাতকতা আর প্রেমের বুনোটে রহস্য রোমাঞ্চের নিটোল কাহিনি নিয়ে এবার ব্যোমকেশ আসতে চলেছে আপনার কাছের প্রেক্ষাগৃহে? উত্তর পেতে গেলে আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।
ছবির শিরোনাম এখনও ঠিক হয়নি। তবে আগামী মে মাস থেকে ছবির শ্যুটিং আরম্ভ হবে বলে আপাতত জানা গিয়েছে। ব্যোমকেশের ভূমিকায় আরও একবার আসতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, পাশাপাশি সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার এবং অজিতের ভূমিকায় থাকছেন সুহোত্রা মুখোপাধ্যায়। ‘দ্য একেন’এর পর সুহোত্রার বড় পর্দায় এটি দ্বিতীয় কাজ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ‘হর হর ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ পর্ব’ এবং ‘ব্যোমকেশ গোত্র’ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। চতুর্থবারের প্রত্যাবর্তন নিয়ে পরিচালকের উচ্ছ্বসিত অভিব্যক্তি স্পষ্টতই প্রকাশ পেল তার বক্তব্যের মধ্যে দিয়ে—’আমি এখনও পর্যন্ত যতগুলি সিনেমা করেছি তার মধ্যে ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা কাজ সবসময়ই আমার ভীষণ কাছের। সর্বোপরি, এসভিএফ আমাকে ব্যোমকেশকে নিয়ে নির্মিত প্রতিটি ছবিই অত্যন্ত সফলভাবে শেষ করতে সাহায্য করেছে এবং তাদের ছাড়া কোনওভাবেই আগের সমস্ত ব্যোমকেশ চলচ্চিত্রগুলি এই সাফল্য অর্জন করতে পারত না। এটা ভেবেই আমার এক্সাইটেড লাগছে যে এবার এসভিএফ-এর সঙ্গে, ক্যামেলিয়া প্রোডাকশনও এই অনন্য যাত্রার শরিক হতে চলেছে। আগে ব্যোমকেশকে দর্শকরা যেভাবে ভালোবেসেছেন এবারও ব্যোমকেশ দর্শকদের কাছ থেকে ঠিক ততটাই ভালোবাসা পাবেন বলে আশা করছি।’

Skip to content