মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ধোনি: দ্য আনটোল্ড স্টোরি

বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু প্রয়াত এই অভিনেতাকে আবারও বড় পর্দায় দেখা যাবে। ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ আগামী ১২ মে ফের নতুন ভাবে মুক্তি পাচ্ছে। সুশান্তের কেরিয়ারের মাইলস্টোন এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। আরও একবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকায় সুশান্তকে বড় পর্দায় দেখা যাবে। আগামী ১২ মে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে।
এই ছবি মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্র। ক্রিকেটের মাঠ থেকে থেকে ব্যক্তিগত পরিসরের নানা ঘটনা এই ছবিতে দেখানো হয়েছে। সুশান্ত ‘ধোনি’ হয়ে উঠতে অনেক পরিশ্রম করেছিলেন। সুশান্ত হুবহু রপ্ত করেছিলেন বিশ্বজয়ী অধিনায়কের সেই জনপ্রিয় ‘হেলিকপ্টার শট’। ‘ধোনি’ আট মাস প্রশিক্ষণ নিয়েছিলেন ভারতের প্রাক্তন উইকেট কিপার কিরণ মোরের কাছে। সুশান্ত মাহির শরীরী ভাষাও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৯: ‘মেরা কুছ সামান…’ গানে সুর দেওয়ার প্রস্তাবে গুলজারকে পত্রপাঠ বিদায় জানান পঞ্চম

গা ছমছমে ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-১: জলের তলায় তার শরীরের কোনও অস্তিত্ব নেই!

ব্যাটিং স্টান্স-এর বাঁ কাঁধ ঝাঁকাতেন প্রাক্তন অধিনায়ক। তাঁর বাঁ হাতের জামার স্লিভও কিছুটা তুলে নেন। সুশান্ত এই সব ছোটখাটো বিষয়গুলিও পর্দায় নিখুঁত ভাবে করে দেখিয়েছেন। ধোনিকে তিনি ঘণ্টার পর ঘণ্টা অনুসরণ করতেন। তাঁরা দুজনে বহুবার আলোচনায় বসেছেন। আড্ডা দিয়েছেন। এ বার দর্শকরা পর্দায় সেই ম্যাজিক দেখতে পাবেন।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩২: মঞ্জু ও অনুভা এসে বললেন, ‘আসুন বিকাশবাবু চু-কিত-কিত খেলি’

খাই খাই: ফ্রিজে পনির রাখলে শক্ত হয়ে যাচ্ছে? তাহলে কী ভাবে পনির টাটকা ও নরম রাখবেন

আচমকা ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ কেন মুক্তি পাচ্ছে? ডিজনি স্টারের পক্ষ থেকে বিক্রম দুগ্গল জানান, ‘‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ স্টার স্টুডিয়োর একটি গুরুত্বপূর্ণ ছবি। এই ছবিতে ভারতের সবথেকে সফল ক্রিকেট অধিনায়কের অবিশ্বাস্য সফরের কাহিনি উঠে এসেছে। ধোনির সেই ম্যজিক বড় পর্দায় আর এক বার চাক্ষুষ করার সুযোগ করে দিতেই ফের এই ছবি মুক্তি পাচ্ছে।’’

Skip to content