১৪ জুন ২০২০। রবিবার। দুপুর ২টো। খবর এল আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই বলি তারকা নাকি গলায় দড়ি দিয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যম থেকে শুরু করে সুশান্তের অনুরাগীরা এবং সর্বোপরি ভারতবাসী রহস্যভেদে নামলেন। বলিউডের তারকাদের মধ্যেও কাদা ছোঁড়াছুঁড়ি হল। পরিচালকদের সম্পর্কে নানা অজানা কথাও উঠে এল সংবাদমাধ্যমে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল তাদের ছবি। সঙ্গে ছড়াল সুশান্তের মৃতদেহের ছবিও। থানা, পুলিশ, কোর্ট, হাজিরা, জামিন। অহরহ এই শব্দগুলোই ঘোরাফেরা করল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে। সংবাদমাধ্যমের শিরোনামে তখন শুধুই সুশান্ত সিং রাজপুত। তবুও রহস্য রহস্যই থেকে গেল। ছেলের শোকে শুধুই ঝরল বাবা মায়ের চোখের জল। আজ সেই ছেলেটারই জন্মদিন। ১৯৮৬ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
শুক্রবার সুশান্তের ৩৬তম জন্মদিনে তাঁকে স্মরণ করে প্রয়াত অভিনেতার চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী তাঁর পুরনো একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘মিস ইউ সো মাচ’। ভিডিওটি দেখে মনে হচ্ছে, এটি একটি জিমে ওয়ার্কআউটের পরে একসঙ্গে নাচের কোনও ভিডিও। এই ভিডিওটির সঙ্গে পিঙ্ক ফ্লয়েডের একটি গানও জুড়ে দিয়েছেন রিয়া। শুধু রিয়া নয়, সুশান্তের জন্মদিনে তাঁকে স্মরণ করেছেন সুশান্ত সিং রাজপুতের পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীরাও।