বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


পশ্চিমবঙ্গে দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বাংলার সরকার।
বাংলার কোনও সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো হবে না, রাজ্য সরকার এমনই নিষেধাজ্ঞা জারি করে ছিল। গত ৮ মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ছবিকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি তৈরি না হয়, তাই এমন নির্দেশ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে নিয়ে শুরু হয় চর্চা। ছবির নির্মাতারা রাজ্য সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: তপ্ত দিনে প্রাণ জুড়োতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন আমপান্না

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘দ্য কেরালা স্টোরি’ সব রাজ্যেই প্রদর্শিত হচ্ছে। কোথাও কোনও রকম অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। বাংলাতেও ‘দ্য কেরালা স্টোরি’ তিন দিন প্রদর্শিত হয়েছে। এখানেও কোনও অশান্তির নজির নেই। সে কারণে রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করা হয়েছে।

Skip to content