শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অক্ষয় না কার্তিক? ‘হেরাফেরি-৩’ নিয়ে এখনও জট কাটেনি। গত সপ্তাহে জানা গিয়েছিল, কিছু দিন আগেই শোনা গিয়েছিল, ‘হেরাফেরি’-র তৃতীয় পর্বে অক্ষয়ের পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়নকে। কারণ, ‘হেরাফেরি-৩’ এর জন্য খিলাড়ি নাকি ৯০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন।
এদিকে, অক্ষয়ের পারিশ্রমিকের দর শুনে বেঁকে বসেন ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। এর পর কার্তিককে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। সেই মতো তাঁর সঙ্গে কথাবার্তাও শুরু হয়। জানা যায়, ৩০ কোটিতেই রাজি হয়েছেন কার্তিক।
আরও পড়ুন:

হৃদ্‌রোগের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে, পরিস্থিতি আগের থেকে স্থিতিশীল

বাইরে দূরে: মোহনার দিকে…

যদিও অক্ষয় কুমারের কথায়, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ছবিটি না করার সিদ্ধান্ত নেন তিনি। এর মাঝে ‘হেরাফেরি-৩’ এ অক্ষয়ের থাকা নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন ‘শ্যাম’ সুনীল শেট্টি। এক সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, ‘‘রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া ছাড়া হেরাফেরি ৩-এর গল্পই অসম্পূর্ণ থেকে যাবে। আমি চেষ্টা করছি অক্ষয়কে ফেরানো যায় কি না!’’ তবে সুনীল এও জানিয়েছেন, ‘হেরাফেরি’-র তৃতীয় পর্বের ছবিতে কার্তিক আরিয়ানকে রাজুর চরিত্রে নয়, অন্য একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

গরম দুধের গন্ধ ভালো লাগে না? রইল সহজ সমাধান

সোনার বাংলার চিঠি, পর্ব-৫: বিশ্ব সাহিত্য কেন্দ্র— বইয়ের জন্য ভালোবাসা

পরিচালক প্রিয়দর্শনের ছবি ‘হেরাফেরি’ প্রথম মুক্তি পেয়েছিল ২০০০ সালে। ছবিতে রাজুর চরিত্রে অক্ষয় কুমার, শ্যামের চরিত্রে সুনীল শেঠি এবং বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল।
প্রথম ছবির সাফল্যের ‘ফির হেরাফেরি’ মুক্তি পায় ২০০৬ সালে। ‘ফির হেরাফেরি’ও ওই তিন চরিত্রে অক্ষয়, সুনীল ও পরেশ ছিলেন। ‘ফির হেরাফেরি’ সাফল্যের নির্মাতারা এবার ‘হেরাফেরি ৩’ ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ‘হেরাফেরি ৩’ কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও জানা যায়নি। শেষ পর্যন্ত তিন নম্বর পর্বে রাজু, শ্যাম এবং বাবুভাইয়ার নানান কর্মকাণ্ড দেখা যাবে কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

Skip to content