রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সরস্বতী পুজো ঘিরে বাঙালির উন্মাদনার শেষ নেই। ধারাবাহিকগুলোতেও জোরকদমে চলছে সরস্বতী পুজোর তোড়জোড়। যেমন সরস্বতী পুজোয় মেতে উঠেছে সহচরীর পরিবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’-তে সেনগুপ্ত পরিবারে আসছেন মা সরস্বতী। আর পুরো পরিবারের সঙ্গে সরস্বতীর বন্দনা করবেন সহচরী। শুধু তাই নয়, সরস্বতী ঠাকুরের ১০৮ টি নাম বলার চ্যালেঞ্জও নিয়ে ফেলবে সহচরী সেনগুপ্ত। এদিকে, সরস্বতী পুজো উদযাপনের মধ্যেই দেবিনা নানারকম সমস্যা তৈরি করে। কিন্তু সহচরীর সঙ্গে রয়েছে বৌমা বরফি ও ছেলে টিপু। তাই যেকোনও রকমের চ্যালেঞ্জের সামনা করতে তৈরি সহচরী। কেমন হবে সেনগুপ্ত পরিবারের সরস্বতী পুজো? জানতে হলে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি রাত ৯ টায় চোখ রাখতে হবে স্টার জলসায়।
এই ধারাবাহিকে সহচরী সেনগুপ্ত-র চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রঞ্জিনী (বরফি)-র চরিত্রে রয়েছেন অরুণিমা হালদার, রৌদ্র (টিপু)-র চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দেবিনার চরিত্রে অভিনয় করছেন কুয়াশা বিশ্বাস।

ছবি ও ভিডিও ক্লিপ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content