শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবির একটি দৃশ্য

গত ৩ জুন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘X=প্রেম’ এর পাশাপাশি মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’। দু’জনেই নন্দনে শো পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু নন্দনে জায়গা পায় ‘হাবজি গাবজি’। শো পায়নি ‘X=প্রেম’। টুইটারে সেই ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক সৃজিত। অবশেষে সব অসন্তোষের অবসান ঘটিয়ে দ্বিতীয় সপ্তাহে নন্দনে শো পেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’। অনুরাগীরা আনন্দিত। বহু যুগ পরে ভালোবাসার কলকাতায় আবার ফিরে এল সাদা-কালো প্রেমের ছবি। পরিচালক জানিয়েছিলেন, কলেজ পড়ুয়াদের জন্যই এই ছবিটি তিনি বানিয়েছেন। তাঁরাই এই ছবির দর্শক। তাই তাঁদের জন্য ছবিটি নন্দনে মুক্তি পাওয়া দরকার ছিল।

Skip to content