অমিতাভ বচ্চন-রজনীকান্ত। ছবি: সংগৃহীত।
তাঁর কোনও ছবির লাভের মূল্য কখনও কোটির অঙ্কের থেকে নীচে নামেনি। তাঁকে দেবতা হিসাবে পুজো করেন দক্ষিণ ভারতের মানুষরা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি। ছবি মুক্তির এক সপ্তাহেই বক্স অফিসে লাভের অঙ্ক ছাড়িয়ে গিয়েছে আটশো কোটি টাকা। তিনি দক্ষিণের মহাতারকা রজনীকান্ত।
সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলর’। গড়ে রোজ দিনে ‘জেলর’ ছবিটি একশো কোটি টাকা লাভ করেছে। সম্প্রতি আধ্যাত্মিক সফরে সেরে ফিরেছেন ‘থালাইভা’। আবার নতুন ছবি তৈরির পরিকল্পনাও জোর কদমে আলাপআলোচনা শুরু হয়ে গিয়েছে। খবর, ওই ছবিতে এক পুলিশের চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে ছবির শুটিং।
আরও পড়ুন:
অক্ষয়ের পারিশ্রমিক কয়েক কোটি টাকা, কিন্তু ‘ওএমজি ২’র জন্য অভিনেতা কত চেয়েছিলেন?
ইয়ারফোন না কি হেডফোন? কোনটি ব্যবহারে করলে কানের ক্ষতি হবে না?
আরও চমক আছে। শোনা যাচ্ছে, এই ছবিতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। ছবিতে নাকি খল চরিত্রে বিগ-বি অভিনয় করবেন। রজনীকান্ত এবং অমিতাভকে ৩২ বছর আগে একসঙ্গে বড় পর্দায় দেখা যায় পরিচালক মুকুল এস আনন্দ পরিচালিত ‘হম’ ছবিতে। রজনীকান্তের নতুন ছবি নিয়ে এই তথ্য সত্যি হলে নিঃসন্দেহে বড় চমক। এই খবরে খুশি অনুরাগীরাও। সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ নামে একটি ছবিতে কমল হাসানের সঙ্গে অমিতাভ কাজ করেছেন তিনি। এ বার রজনীকান্ত। এখন শুধু দুই মহাতারকাকে ফের এক ফ্রেমে দেখার অপেক্ষা।