বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


 

স্ত্রী-২

কাহিনি বৈশিষ্ট্য: হরর কমেডি (২০২৪)

ভাষা: হিন্দি

প্রযোজনা: ম্যাডক ফিল্মস, জিও স্টুডিয়ো, দীনেশ ভিজান, জ্যোতি দেশপাণ্ডে

কাহিনি চিত্রনাট্য: নীরেন ভাট

নির্দেশনা: অমর কৌশিক

অভিনয়ে: রাজ কুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তমান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার প্রমুখ

সময়সীমা: ১৪২ মিনিট

রেটিং: ৬.৭৫ /১০

ওটিটি: মুক্তি আসন্ন

পরিচালক অমর কৌশিকের ছোটবেলা কেটেছে অরুণাচলপ্রদেশের মেডো অঞ্চলে। বাবা ফরেস্ট রেঞ্জার। মা স্কুল শিক্ষিকা। ২০০৮ থেকে মুম্বইয়ে লেখালিখি ও সহকারী এবং সহযোগী নির্দেশনায় নো ওয়ান কিল্ড জেসিকা, ঘনচক্কর আমির-এর মতো একের পর এক কাজ করতে করতে ২০১৭ সালে তার নির্দেশিত একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি আবা, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। ২০১৮ তে তৈরি করেন হরর কমেডি স্ত্রী।
রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত স্ত্রী’র সাফল্য সকলকে চমকে দিয়েছিল। মোটামুটি ২৫ কোটি টাকায় তৈরি ছবি ১৮০ কোটিরও বেশি টাকা রোজগার করে ফেলে।

খুব স্বাভাবিকভাবেই স্ত্রী-২ দেখবার আগে স্ত্রী দেখে নিতে হবে। না হলে গল্পের সুতো ধরে রাখা যাবে না, যারা আগেই স্ত্রী দেখে নিয়েছেন তাদের একটু গল্পটাকে ধরিয়ে দিই। তাহলে স্ত্রী-২-এর গল্পটা বুঝতে সুবিধে হবে।

স্ত্রী আসলে এক সুন্দরী পেত্নীর গল্প মধ্যপ্রদেশের চান্দেরী গ্রামে উৎসবের সময় সে গ্রামের পুরুষদের হরণ করে নিয়ে যেত। রাত বাড়লেই সে একাকী পুরুষ মানুষকে পিছন থেকে ধাওয়া করত আর ফিসফিস করে তার নাম ধরে ডাকত। একবার পিছন ফিরে তাকালেই ব্যাস! ক্যাচ কট কট!
আরও পড়ুন:

মুভি রিভিউ: কার্তিক আরিয়ানের ‘চন্দু চ্যাম্পিয়ন’ মনে রাখার মতো ছবি

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— রামবাণ ও পানি তাঙ্কি

রাত দশটার পরে পুরুষ মানুষেরা একা বের হওয়া বন্ধ করল। রক্ত দিয়ে বাড়ির দরজায় লিখে রাখা শুরু হল—”আজ নয় স্ত্রী তুমি কাল এসো”! এ দিকে ভিকি নামের এক লেডিসটেলর রহস্যময়ী এক নারীর প্রেমে পড়ে গেল। সে গ্রামের উৎসবের আগে তার লেহেঙ্গা বানাতে দিয়েছিল। তার কোন নাম নেই। অদ্ভুত কথা বলে অদ্ভুত অদ্ভুত জিনিস চায় মাঝে মাঝে উধাও হয়ে যায়। ভিকি বিট্টু জানা তিনবন্ধু আর স্থানীয় লাইব্রেরিয়ান রুদ্র গ্রামকে স্ত্রীর হাত থেকে বাঁচাবার চেষ্টা করতে লাগল। এর মধ্যেই বন্ধু জানা স্ত্রী’র খপ্পরে পড়ল। চান্দেরী পুরাণে রয়েছে স্ত্রী’র আসল ইতিহাস। কেন সে পুরুষ সমাজের উপর এতটা রেগে আছে ইত্যাদি। কী করে ভিকি সেই রহস্যময়ীর সাহায্যে জানা এবং গোটা গ্রামকে রক্ষা করবে সেই নিয়েই তৈরি হয়েছিল স্ত্রী।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৯: শাসক বেকায়দায় পড়লেই প্রতিপক্ষকে সন্ধির প্রতিশ্রুতি দেয়, যদিও রাজনীতিতে সে সব মানা হয় না

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

প্রথম ছবির অসামান্য সাফল্যের পর ২০২২ সালে প্রযোজক স্থির করেন এই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হবে। কিন্তু প্রথম ছবি স্ত্রী’র লেখকযুগল দ্য ফ্যামিলি ম্যান খ্যাত রাজ এবং ডিকে’র সঙ্গে মনোমালিন্যের কারণে স্ত্রী- টু ছবির রচনার দায়িত্ব নেন নীরেন ভট্ট। প্রথম ছবির ক্যামেরায় ছিলেন অমলেন্দু চৌধুরী। দ্বিতীয় ভাগের চিত্রগ্রহণ করেছেন জীষ্ণু ভট্টাচার্য। দুটি ছবি অসামান্য সম্পাদনা করেছেন হেমন্তী সরকার।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

বাংলা বুকের ভিতরে

দ্বিতীয় ভাগের এই ছবিটির পুরো নাম স্ত্রী-২: সরকাটে কা আতঙ্ক। সরকাটে অর্থাৎ স্কন্দকাটা পরাক্রমশালী দৈত্যের গল্প স্ত্রী-২ এ বার সে গ্রামের অতি আধুনিকা যুবতীদের গায়েব করে দেয়। চমকে গিয়ে দেখতে হয় এই ছবির অসাধারণ ভিএফএক্স শব্দ সংযোজনা, চিত্রগ্রহণ ও সম্পাদনায় বিশ্বাস্য হয়ে ওঠে অকল্পনীয় কাণ্ডকারখানা।

আমার সৌভাগ্য এ ছবিটি আমি লন্ডনের উড গ্রিনে সিনেওয়র্ল্ড মাল্টিপ্লেক্সে অত্যাধুনিক ‘High Frame Rate-Real ID’ কারিগরিতে ডলবি-অ্যাটমস সাউন্ড সিস্টেমে সবটুকু উপভোগ করার সুযোগ পেয়েছি। এস্কেলেটর লাগানো এই মাল্টিপ্লেক্সের ভেতরে ১২টি স্ক্রিন রয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮১: তথাকথিত পরিচয়হীন প্রতিভার মূল্যায়ন কী শুধুই সাফল্যের নিরিখে সম্ভব?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

নাচেগানে মজায় কমেডিতে পুরোপুরি বিনোদনের সঠিক প্যাকেজ স্ত্রী-২। যার ফলে সম্ভবত কম বেশি ১০০ কোটি টাকায় বানানো এই ছবিটির রোজগার হয়েছে ৮৬৫.৯ কোটি টাকা। স্ত্রী-২ দেখতে বসে মনে হল, নির্মাতারা একে মার্ভেল স্টুডিয়ো ছবির ধাঁচে ফেলতে চান। তাই স্কন্ধকাটা ভয়ংকর দৈত্যের সঙ্গে লড়াইয়ে নারী থেকে প্রেতিনী হয়ে যাওয়া স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে আসে অমর কৌশিক পরিচালিত আরেক রোমাঞ্চ ছবি ভেড়ীয়ার মানুষ থেকে নেকড়েতে রূপান্তরিত হয়ে যাওয়া বরুণ ধাওয়ান। এমনকি ক্রমাগত বক্স অফিস ব্যর্থ অক্ষয়কুমারকে এ ছবির ছোট্ট একটি বিশেষচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। হয়ত স্ত্রী-৩ ছবিতে সেই চরিত্রের পূর্ণপ্রকাশ ঘটবে।
এ ছবিতে অনেক গূঢ় সামাজিক বক্তব্যকে হাসি-মজার ছলে আনা হয়েছে। অনেক সামাজিক রীতিনীতিকে সরাসরি চাবুক মেরেছে এই প্রহসনধর্মী ছবি। ছবি দেখতে বসে খুব সহজেই সেইসব অন্যায়ের উৎস চিহ্নিত করা যায়। তবে আক্ষেপ একটাই এইসব ছবির রচয়িতাদের নানান বিদেশি এবং অতীত হিন্দি হরর ছবির পুরনো মদকে উল্টেপাল্টে ঝাঁকিয়ে নতুন বোতলে ঢালতে হয়। বাংলাতে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার অনবদ্য সব গল্প… সেই ঠাকুরমার ঝুলির বুদ্ধু ভুতুম, লালকমল নীলকমল, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী বা বাংলা সাহিত্যের মজাদার ভূতের গল্পের অমৃতভান্ডারে ধুলো জমে গেল।

আধুনিকভাবে কারিগরি দক্ষতায় সেইসব অসম্ভব কল্পনাকে হয়ত সম্ভব করা যায় কিন্তু তার জন্যে নির্মাতা ও দর্শক দুই পক্ষকেই অস্বাভাবিক প্রেম ও দাম্পত্যের সঙ্কট আর কখনোসখনো তাকে ঘিরেই রহস্যের সারাক্ষণ জটবাঁধা আর ক্লাইম্যক্সে জটখোলা, সন্ত্রাস হানাহানির অবিরাম লম্ফঝম্প আর রোজকার এই ধান্দাবাজি-রাজনীতির পুতিগন্ধময় পাঁকের বাইরে আসতে হবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content