শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অভিনেত্রী মিষ্টি সিং

অভিনেতা-অভিনেত্রীদের পক্ষে এত ব্যস্ততার মাঝে অবসরজীবন কাটানো সহজ নয়। বিশেষ করে টেলি অভিনেতা- অভিনেত্রীদের। প্রায় প্রতিদিনই ধারাবাহিকের শ্যুটিং চলে। ছুটি পেলেও সেটা দু’চার দিনের বেশি গড়ায় না। তবে ব্যস্ততার মাঝেও অভিনেত্রী মিষ্টি সিং ‘সময় আপডেটস’-এর বিশেষ প্রতিনিধি মোহনা বিশ্বাস-এর সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিলেন। সর্বদা ফিট থাকার টিপস থেকে শুরু করে ত্বকের যত্ন, ঘুরতে যাওয়ার প্রিয় ঠিকানা সবই উঠে এল এই একান্ত সাক্ষাৎকারে।

● নিজেকে ফিট রাখতে খাদ্যতালিকায় কী কী রাখো?
●● খাদ্যতালিকায় প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংসের পাশাপাশি বাদাম, সেদ্ধ সবজি, ফলও রেখেছি, এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জলও খাওয়া হয়। তবে ভাত পরিমাণে অনেকটাই কম খাই। জীবনে এই ধরনের খাদ্যতালিকা থাকলে যেমন ফিট থাকা যায় তেমনই ত্বকের জেল্লাও নষ্ট হয়ে যায় না।

● জিমে যাওয়া হয়?
●● হ্যাঁ, জিমে যেতে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এই মুহূর্তে শ্যুটিংয়ের ব্যস্ততা থাকায় জিমে আর যাওয়া হয়ে ওঠে না। তবে এই ব্যস্ততার মাঝে যদি সময় পাই অবশ্যই জিমে যাব।
● ত্বকের যত্ন কীভাবে নাও?
●● চোদ্দো-পনেরো ঘণ্টা মুখে মেকআপ থাকে। ত্বকের চর্চা বলতে শ্যুটিং শেষ হয়ে গেলে বাড়ি এসে মেকআপ পরিষ্কার করে নিয়ে মুখে ক্রিম মেখে ঘুমিয়ে পড়ি। আমি পার্লারে গিয়ে ফেসিয়ালও করি না, স্কিন ট্রিটমেন্টও করি না। আমার ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন হলেও এত ব্যস্ততার মধ্যে ত্বকের যত্ন নেওয়ার মতো সময় হয়ে ওঠে না।

● বই পড়তে ভালোবাসো?
●● হ্যাঁ, বই পড়তেও ভালোবাসি। আমার বাবার লেখা ‘শিশুশিক্ষার লক্ষ্য এবং শিক্ষার ইতিহাস’ পড়েছি। এই বইটি এডিটিংয়ের কাজেও আমি সাহায্য করেছি। সাধারণত, আমার শিক্ষা সংক্রান্ত বই একটু বেশি পড়তে ভালো লাগে।
● রান্না করতে পারো?
●● হ্যাঁ, আমি সব রান্না করতে পারি। মা আমাকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়েছে। আমার রান্না ডেসার্টের মধ্যে গাজরের হালুয়া, কন্টিনেন্টালের মধ্যে পাস্তা আর ভারতীয় চিকেন কষা অনেকেরই ভালো লেগেছে।

● ঘুরতে ভালোবাসো?
●● প্রচণ্ড ভালোবাসি৷ দেশের মধ্যে খুব কম জায়গায় ঘুরতে গিয়েছি। তবে, কর্মক্ষেত্রে ছুটি পেলে দেশের বাইরে ঘুরতে যাই। এখনও পর্যন্ত দেশের বাইরে যে জায়গাগুলোয় ঘুরতে গিয়েছি, তার মধ্যে ফ্রান্স আমার প্রিয় ভ্রমণের স্থান।

● বিশেষ বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া হয়?
●● আলাদাভাবে ঘুরতে যাওয়া হয় না। সেও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত। মাঝেমধ্যে দেখা হয় কলকাতাতেই।

Skip to content