শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নাগা চৈতন্য ও সমান্থা প্রভু।

সমান্থা প্রভু, নাগা চৈতন্যের বিচ্ছেদের বেশ অনেক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবার মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা নাগা। সম্পর্কের টানাপড়েন, বিচ্ছেদ এবং তা নিয়ে সংবাদমাধ্যমের কাটাছেঁড়া৷ এই সব ঘটনা তাঁর মানসিক স্বাস্থ্যে খুবই প্রভাব ফেলেছে। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৬ অক্টোবর নাগা চৈতন্য এবং সামান্থা চার হাত এক হয়েছিল। খ্রিস্ট এবং হিন্দু ধর্মের রীতিনীতি মেনেই বিয়ে করেছিলেন দুই তারকা। তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসাভ’ এর সেটে নাগা চৈতন্য ও সামান্থার বন্ধুত্ব হয়। পরে প্রেম ও বিয়ে। কিন্তু চার বছরের মাথায় ভেঙে যায় সংসার। দীর্ঘদিনের প্রেম এবং চার বছরের বিবাহিত জীবনে দুজনই আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন।
বিবাহ-বিচ্ছেদের ঘোষণার সময় দুজনেই জানিয়েছিলেন, দীর্ঘ চিন্তাভাবনার পর তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাঁদের বন্ধুত্বটা চিরকাল থেকে যাবে। দুই স্টারের বিচ্ছেদের পর থেকে এখনও পর্যন্ত তাঁদের নিয়ে চর্চার শেষ নেই। এতদিনে অভিনেত্রী এই বিষয়ে কথা বললেও এবার আর চুপ থাকতে পারলেন না নাগা। তিনি জানান, জীবনে চলার পথে ভালো-মন্দ সব পরিস্থিতিই আসবে, সব কিছুই ভালো ভেবে গ্রহণ করতে হবে, তা নাহলে মানসিক স্বাস্থ্যে আঘাত আনবে। তাছাড়া বিচ্ছেদ হওয়াটা কোনও খারাপ বিষয় নয়। সেটা একটা সম্মিলিত সিদ্ধান্ত ব্যক্তিগত সুখ-শান্তির জন্য। সে খুশি, আমিও খুশি।
উল্লেখ্য, নাগা ও সামান্থা দুজনেরই হাতে এখন একগুচ্ছ কাজ। এর মধ্যে সদ্য মুক্তি পেয়েছে নাগার প্রথম বলিউডি ছবি ‘লাল সিংহ চড্ডা’।

Skip to content