শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনা সর্বত্র। বড় পর্দায় কে হবেন ‘দাদা’ তা নিয়ে চর্চা জারি! এ নিয়ে বিভিন্ন সময় উঠে এসেছে বলিউডের একাধিক তারকার নাম। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রাক্তন অধিনায়কের চরিত্রে কোন তারকাকে দেখা যাবে।
সোমবার বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি মুম্বই উড়ে গিয়েছেন। ছবির চিত্রনাট্য শুনতেই তিনি মুম্বই গিয়েছেন। দাদা’র বায়োপিকের প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘লভ ফিল্মস’। ‘লভ ফিল্মস’-এর কর্ণধার পরিচালক লভ রঞ্জন। ২৪ জানুয়ারি ছবির চিত্রনাট্য শুনতেই মুম্বই গেলেন ‘মহারাজ’।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২১: কে তুমি নিলে আমার চিরসবুজের ‘অগ্নিপরীক্ষা’

মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

এই বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া, বিতর্ক, কামব্যাক সবই। সূত্রের খবর, চিত্রনাট্য নিয়ে প্রাক্তন অধিনায়ক খুবই সাবধানী। সে কারণে সব কিছু চূড়ান্তের আগে ছবির প্রতিটি ধাপ নিতে চাইছেন তিনি। এও জানা গিয়েছে, মঙ্গলবারের এই সাক্ষাৎ পর্ব মিটলে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৯: গুরুদেবের দেওয়া গুরুদায়িত্ব

তাঁকে নিয়ে যে বায়োপিকে তৈরি হতে চলেছে প্রাক্তন বিসিসিআই সভাপতি আগেই টুইট করে জানিয়েছিলেন। তিনি লেখেন, ‘‘ক্রিকেটই আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আরও এগিয়ে যাওয়ার ক্ষমতা যুগিয়েছে। এই যাত্রার স্বাদ খুবই আনন্দের। তা নিয়ে ছবি করবে এলইউভি। আমার জীবন দেখানো হবে বড় স্ক্রিনে।’’

Skip to content