শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তাঁর স্মৃতিতেই ডুবে আছেন তাঁর গোটা পরিবার। ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য তো প্রায় রোজই সমাজ মাধ্যমে বার বার ফিরে দেখছেন তাঁর ছোট বোনকে। ঠিক এই সময়ই সমাজ মাধ্যমে রটে গেল একটি খবর। ঐন্দ্রিলার প্রিয় প্রাণের মানুষ সব্যসাচী নাকি গুরুতর অসুস্থ! এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই সব্যসাচীকে নিয়ে মুখ খুললেন তাঁর বন্ধু ও অভিনেতা সৌরভ দাস।
ফেসবুকে সব্যসাচীর অসুস্থতার খবরকে নসাৎ করে সৌরভ লিখলেন, ‘সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকবো। যাঁরা ফেক নিউজ ছড়াচ্ছেন তাঁরা অসুস্থ, দয়া করে বিব্রত হবেন না। গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছি না যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে। We will be taking legal actions against any fake news from any portal that comes up. Please let the families be in peace।’
আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও এবার পাসওয়ার্ড দেওয়া যাবে! কীভাবে, কবে থেকে?

কোনও দিনই দুবাই যেতে পারবেন না উরফি! অনেকেই কারণ জানলে অবাক হবেন

সব্যসাচীর খুব কাছের বন্ধু সৌরভ। ঐন্দ্রিলার জীবনমরণ লড়াইটা খুব সামনে থেকে দেখেছেন তিনি। এমনকী, এই পুরো সময়টা সব্যসাচীর সঙ্গেই ছিলেন তিনি। তাই সব্যসাচীকে নিয়ে কোনওরকম ভুল খবর ছড়াক তা সৌরভ মেনে নিতে পারছেন না। তবে শুধু সব্যসাচীকে নিয়েই নয়। ঐন্দ্রিলার পরিবারকে নিয়ে ভুয়ো খবর লেখা হলেও কাউকে মাফ করবেন না সৌরভ, তাও তিনি স্পষ্ট জানিয়েছেন সমাজ মাধ্যমে।
একবার নয়, দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল ভিনেত্রির শরীরে। দু’বারই ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন তিনি তাঁর মনের জোরে। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ছোবলের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আত্মীয় ও অনুরাগীদের আশা জন্মাচ্ছিল, হয়তো এই বার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার বারবার হার্ট অ্যাটাক। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে।
আরও পড়ুন:

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৭: রঙের খেলা আর উইসকনসিনের আঁকাবাঁকা ফাঁকা রাস্তা—জীবনীশক্তিকে আরও উসকে দেয়

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়।

Skip to content