রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


বাবা অগম কুমার নিগমের সঙ্গে সোনু নিগম।

ফের চুরি তারকার বাড়িতে। এ বার নিশানার তির সোনু নিগমের দিকে। বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়কের বাড়ি থেকে উধাও হয়ে গেল নগদ ৭২ লক্ষ টাকা। সোনুর বাবা অগম কুমার নিগমের মুম্বইয়ের বাড়ি থেকে চুরি গিয়েছে ওই পরিমাণ টাকা। অগম কুমার নিগম চুরির অভিযোগ করেছেন প্রাক্তন এক গাড়িচালকের বিরুদ্ধে।
মুম্বইয়ের ওশিয়ারার উইন্ডজর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকেন সোনু নিগমের বাবা ৭৬ বছর বয়সী অগম কুমার নিগম। তিনিও এক জন নামজাদা গজল গায়ক। তাঁর দাবি, ১৯-২০ মার্চ নাগাদ তাঁর বাড়ি থেকে খোয়া যায় ৭২ লক্ষ টাকা। বুধবার ওশিয়ারা পুলিশে স্টেশনে অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা। নিকিতা জানান, বাবা অগম কুমার নিগম রেহান নামক একটি ছেলে গাড়ি চালানোর জন্য রেখেছিলনে। প্রায় আট মাস সোনুর বাবার গাড়িচালক হিসাবে কাজ করেন রেহান। তার পর, কাজের মান সন্তোষজনক না হওয়ার যুক্তিতে তাঁকে চাকরি থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: উচ্চ রক্তচাপ বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি! আশঙ্কা কমাতে কী করবেন, কী করবেন না?

নিকিতা জানান, তাঁর বাবা রবিবার ভারসোভার বাড়িতে যান দুপুরের খাবার খেতে। সেখান থেকে ওশিয়ারার অ্যাপার্টমেন্টে ফিরে সন্ধে নাগাদ উনি ফোন করে জানান, ওঁর বাড়ির আলমারির এক ডিজিটাল সিন্দুক থেকে ৪০ লক্ষ টাকা চুরি গিয়েছে। পরের দিন, অর্থাৎ সোমবার, অগম কুমার নিগম তাঁর ছেলে সোনু নিগমের বাড়িতে যান। সেখান থেকে ফিরেও দেখেন সেই একই ঘটনা। চুরি হয়ে গিয়েছে ৩২ লক্ষ টাকা। অথচ সিন্দুকের বিন্দুমাত্র কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন:

আমলকি খেলেও ক্ষতি হতে পারে? নিয়মিত খাওয়ার জন্য কারা সমস্যায় পড়তে পারেন

হাত বাড়ালেই বনৌষধি: সবসময়ের সাথী ‘হরিতকী’

সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, প্রাক্তন গাড়িচালক রেহান দু’দিনই বড় ব্যাগ নিয়ে ঢুকেছিল ওই ফ্ল্যাটে। অগম কুমার নিগমের সন্দেহ, নকল চাবির সাহায্যে ফ্ল্যাটে ঢুকেই ৭২ লক্ষ টাকা চুরি করেছে রেহান।নিকিতার অভিযোগের ভিত্তিতে চুরির তদন্ত শুরু করেছে ওশিয়ারা থানার পুলিশ।

Skip to content