শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এখনও অভিনেত্রী সোনালি ফোগতের মৃত্যুরহস্যের কিনারা হয়নি। এ বার সোনালি ফোগতের ১৬ বছরের মেয়ে যশোধরা মায়ের মৃত্যু তদন্তের পর্দা ফাঁস করতে সিবিআই তদন্ত চাইল। এক সাক্ষাৎকারে যশোধরা জানিয়েছে, “তদন্ত ভাবে চলছে তাতে নিশ্চিন্ত হতে পারছি না। এই তদন্তের ভার নিক সিবিআই। এখনও পর্যন্ত বিশেষ কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযুক্তরা গোয়ায় রইলেন। এই মৃত্যু কাণ্ডে অভিযুক্তদের মনোভাব কী ছিল, তাও জানার চেষ্টা হয়নি। পুলিশ কী করছে বুঝতে পারছি না? মায়ের সঙ্গে যা হল, আমি তার সঠিক বিচার চাই। এর শেষ দেখে ছাড়ব। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও এখনও পর্যন্ত সিবিআই কিছু করে উঠতে পারেনি।”
সোনালির পরিবার গত শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দেখা করে এই মামলায় সিবিআই হস্তক্ষেপের দাবি জানায়। আর গত রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর অনুরোধেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সিবিআই তদন্তের কথা জানিয়েছিলেন। যশোধরা বক্তব্য, এতে তদন্তের কোনও অগ্রগতি হয়নি। যশোধরার কথায়, ‘‘মাকে ঠান্ডা মাথায় একেবারে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। কারণ মাকে গোয়ায় এক সপ্তাহ শ্যুটিংয়ের কথা বলা হলেও হোটেল বুক করা হয়েছিল দু’দিনের জন্য বুক। আমার মা আর ফিরলই না।’’ সূত্রের খবর, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি যশোধরার জন্য প্রায় ১১০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন।
হরিয়ানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘সোনালির পরিবারের লোকজনদের বয়ান নিচ্ছেন গোয়া পুলিশ। আমরাও সহযোগিতা করছি।” মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন সোনালির পরিবার। তাঁরা পুলিশের কাছে এও অভিযোগ করেছেন, সোনালির মৃত্যুর পরে সুধীরের লোকজন অভিনেত্রীর বাড়ি থেকে নজর-ক্যামেরার ভিডিয়ো রেকর্ডার, ল্যাপটপ-সহ নথিপত্র চুরি করেছে। উত্তরপ্রদেশ থেকে শিবম নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করা করেছে। সেই সঙ্গে তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং পুলিশের ডিজিকে গোয়া সরকার ‘গোপন রিপোর্ট’ জমা দিয়েছে। গোয়া পুলিশ হরিয়ানায় গিয়ে বয়ানও রেকর্ড করবে।

Skip to content