শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সোনাক্ষী সিনহা।

শত্রুঘ্ন-কন্যার হাতে এখন বড় বড় কাজের প্রস্তাব, সুযোগ পেয়ে তিনি এখন দারুণ খুশি! নিজেই ভাগ করে নিলেন সেই সুখবর। বার্লিন থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন সোনাক্ষী সিনহা। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র সেটে যোগ দিতে চলেছেন সোনাক্ষী। সদ্য মুম্বইয়ে এক দফা শুটিং শেষ হয়েছে এই ছবির। প্রযোজক জ্যাকি ভগানি এ বার তাঁর দলকে উড়িয়ে নিয়ে গিয়েছেন স্কটল্যান্ড। সেখানেই পৌঁছে যাবেন সোনাক্ষী। তাই শেষ মুহূর্তের উত্তেজনা আর ধরে রাখতে পারছেন না।
এই ছবির মূল দুই আকর্ষণ দুই মিয়াঁ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। সোনাক্ষী সমাজমাধ্যমে নিজের যোগদানের খবরটি ভাগ করে লিখেছেন, “বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র মতো অসাধারণ প্রকল্পটির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। অক্ষয়ের সঙ্গে কাজ করে আমি সব সময়ই আনন্দ পেয়ে থাকি। কিন্তু এই প্রথম বার টাইগারের সঙ্গে কাজ করতে চলেছি। আমার আর তর সইছে না!”
আরও পড়ুন:

‘সাদা সাদা কালা কালা’ গানে নচিকেতা ও চঞ্চলের যুগলবন্দি, ভিডিও দেখে দারুণ খুশি দুই বাংলার অনুরাগীরা

হুঁশ থাকে না মদ্যপানের পর? দোলের পার্টির পর ‘হ্যাংওভার’ এড়াতে কী কী খাবেন?

পরিচালক আলি আব্বাস জাফরেরও প্রশংসা করলেন সোনাক্ষী। লিখলেন, “আলি আব্বাসের মতো গুণী পরিচালকের কাজ, এই ছবি ব্লকবাস্টার না হয়ে যাবে না। দর্শকের জন্যও আমরা কী জমিয়ে রাখছি তা কেউ কল্পনা করতে পারবেন না!”
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১: শচীন ও মীরা দেব বর্মনের ঘর আলো করে এল এক ‘দেব শিশু’

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৭: ফুটবলের শিল্পী: বিশ্বের দশজনের একজন

ইতিমধ্যেই সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শত্রুঘ্ন-কন্যা। এই সিরিজ দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ ক্রতে চলেছেন নায়িকা।

Skip to content