বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


মেয়ের জন্য মা খুঁজতে গিয়ে ফাঁদে পরলেন বাবা সোহম। প্রকাশ্যে এল পরিচালক রাজা চন্দ-র নতুন ছবি ‘হার মানা হার’-এর ট্রেলার। ঠিক ছকে বাঁধা প্রেম কাহিনি নয়, তবে ভালোবাসায় মোড়া ত্রিকোণ প্রেমের গল্প বলতে চলেছে এই ছবি।
ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুষী তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী এবং শিশুশিল্পী সিলভিয়া দে প্রমুখ। ছবির ট্রেলার দেখেই ইঙ্গিত পাওয়া গেল শিশুশিল্পী সিলভিয়াকে কেন্দ্র করেই ছবির গল্প শুরু। ছবিতে সোহমের চরিত্রের নাম বিক্রম। তিনি একজন ধনী, সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রী মারা গিয়েছেন আগেই। সঙ্গে থাকে ১০ বছরের কন্যা সন্তান মিষ্টি।
মিষ্টির চরিত্রে অভিনয় করছে সিলভিয়া দে। মেয়েকে একাই বড় করে তোলার দায়িত্ব নেয় বিক্রম। কিন্তু মিষ্টিকে একা বড় করে তুলতে গিয়ে হিমশিম খেতে থাকে সে। বাধ্য হয়ে শরণাপন্ন হয় বোন শ্রেয়সীর। বোন আবার বিয়ে করার পরামর্শ দেয়। এরপর বিক্রম বিয়ে করতে রাজি হতেই শুরু হয় পাত্রীর খোঁজ।
নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট থেকে পাত্রী খোঁজা শুরু হয় বিক্রমের জন্য। শেষ পর্যন্ত একজনের সঙ্গে বিয়ে ঠিকও হয় বিক্রমের।
এরই মধ্যে আসে গল্পে বড়সড় টুইস্ট। বিক্রমের জীবনে আসে বুলবুলি। মিষ্টি বুলবুলিকে মায়ের মতোই ভালোবেসে ফেলে। এমন পরিস্থিতিতে কী করবে বিক্রম? মেয়ের পছন্দকে সম্মতি দেবে? নাকি ঠিক হয়ে যাওয়া বিয়েতে সায় দেবে? এই টানাপোড়েন নিয়েই তৈরি একেবারে রোম্যান্টিক গল্প, পারিবারিক ছবি ‘হার মানা হার’। আগামী ১৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

Skip to content