শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


গায়ক হিসেবে আমার হতাশা নেই। তবে সমষ্টিগত হতাশা রয়েছে। আমি তাদের কথাই বলেছিলাম। বিষয়টি নিয়ে এরকম বিতর্ক হবে কখনও ভাবতেও পারিনি। কেকে-র প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমি ওর কনসার্ট নিয়ে তৈরি উন্মাদনা প্রসঙ্গে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্য আপনারা এরকম দরদ দেখান। রূপঙ্কর বাগচী শুক্রবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন। তিনি এও বলেন, সঙ্গীত জীবনে এরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে কখনও ভাবিনি। ওড়িশায় থাকাকালীন এই ভিডিয়োটি পোস্ট করেছিলাম। সেই ভিডিয়ো যে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে যা আমার পরিবারকে চরম আতঙ্ক এবং মানসিক নিপীড়নের মধ্যে নিয়ে ফেলবে। তিনি এও বলেন, মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত! এত ঘৃণা! এত আক্রোশ! এত বিরুদ্ধতা— কিন্তু অনেকটা তৈরি হল আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারায়। ‘‘প্রয়াত কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনও বিদ্বেষ নেই। থাকার কোনও প্রশ্নও ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্য আপনারা এরকম দরদ দেখান।’’ সাংবাদিক বৈঠকে বলেন রুপঙ্কর।

Skip to content