শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

পণ্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ। সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হবে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্ষীয়ান শিল্পীর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেই সব পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই চিকিৎসকের হাতে এসেছে। চিকিৎসক জানিয়েছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী অ্যাঞ্জিওপ্লাস্টি বাধ্যতামূলক। যদিও এখনও তাঁর অস্ত্রোপচারের দিন ঠিক করা হয়নি। এ বিষয়ে শিল্পীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি মেলেনি।
আরও পড়ুন:

চল্লিশেও চাই যৌবনের জেল্লা? স্নানের জলে মিশিয়ে নিন হেঁশেলে থাকা এই জরুরি উপদান

রাহার সঙ্গে ছবি পোস্ট করলেন আলিয়া, প্রথম বার কন্যার ছবি দিয়ে কী লিখলেন ‘গঙ্গুবাঈ’?

এআর রহমানের নজরুলগীতি নিয়ে বিতর্ক হোক বা মার্কিন মুলুকে শিল্পীদের হেনস্থার ঘটনা সবেতেই অজয় চক্রবর্তী তাঁর মতামত জানান। সম্প্রতি ভারতের প্রথিতযশা এই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আরেক শিল্পী উস্তাদ রাশিদ খানের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। তিনি এই অনুজ শিল্পীকে নিয়ে আবেগঘন কথা বলেছিলেন।

Skip to content