শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কেকে

বলিউডের তারকা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল হাই কোর্টে। অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
গত মঙ্গলবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর মৃত্যু হয় কেকে-র। ৫৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কেকে-র মৃত্যু নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। উঠে এসেছে একাধিক প্রশ্ন। বিষয়টি নিয়ে নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। এর মধ্যেই কলকাতা হাই কোর্ট বলিউডের তারকা সঙ্গীতশিল্পীর মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের অনুমতি দিল।

Skip to content